এখন থেকে পাঠাও শপ এ নিমিষেই পারবেন বিল পরিশোধ করতে ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে!
- ডিজিটাল পেমেন্ট
- জুলাই 26, 2020
নিরাপদভাবে এবং অনায়াসেই, ক্যাশ এর ঝামেলা ছাড়াই পারছেন ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে আপনার পছন্দমতো যেকোনো চ্যানেল দিয়ে পাঠাও শপ এর বিল পরিশোধ করতে!
ঝামেলাবিহীন-ভাবে পাঠাও শপ এর বিল ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে পরিশোধ করার প্রসেসটি জেনে নিন –
ধাপ ১-
পছন্দমতো প্রোডাক্ট অ্যাড করার পরে চেকআউট পেজ-এ পেমেন্ট করার মেথড-এ ডিজিটাল পেমেন্ট সিলেক্ট করবেন।
ধাপ ২ –
অর্ডার প্লেস করার পরে”কনফার্ম” বাটনে ক্লিক করে অর্ডারটি নিশ্চিত করবেন।
ধাপ ৩ –
অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরে “মেক পেমেন্ট” বাটনে ক্লিক করবেন।
ধাপ ৪ –
আপনার নিজের পছন্দমতো পেমেন্ট চ্যানেল সিলেক্ট করে বিল পরিশোধ করবেন।
ধাপ ৫ –
সফলভাবে বিল পরিশোধের পর অ্যাপ এ নিচের মেসেজটি দেখানো হবে এবং আপনি একটি সফল পেমেন্ট এর নোটিফিকেশন পাবেন।