পাঠাও পে আপগ্রেড প্রক্রিয়া চলছে
- ডিজিটাল পেমেন্ট
- সেপ্টেম্বর 7, 2018
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2018/09/পে-আপগ্রেড-প্রক্রিয়া-চলছে-1024x377.jpg)
পাঠাও পে নিয়ে আসছে আরো উন্নত এক্সপেরিয়েন্স
পাঠাও বিশ্বাস করে সৃজনশীল আইডিয়া বাস্তবায়নের মাধ্যমেই দেশে দিন বদলের ছোঁয়া আনা সম্ভব। মিনিমাম ভায়েবল প্রোডাক্ট তৈরি করা, মার্কেট পরীক্ষা করা, গ্রাহকের মতামত নেওয়া, সামনে এগিয়ে যাওয়া বা নতুন করে শুরু করা – সবই পাঠাও এর যাত্রার অংশ। নতুন অধ্যায় রচনা করার এমন কিছু উদাহরণের মাঝে আছে Tong এবং পাঠাও পে। ৩ সপ্তাহ আগে লঞ্চ করা হয় Tong সার্ভিসটি, যার মাধ্যমে পাঠাও ফুড সেকশনে পাবেন বেভারেজ, স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীয় আইটেমের দ্রুত ডেলিভারি। অন্যদিকে পাঠাও পে একটি ক্যাশলেস পেমেন্ট সিস্টেম যা লঞ্চ করা হয় ৬ সপ্তাহ আগে।
![](http://blog.pathao.com/wp-content/uploads/2018/09/Screenshot_2018-09-03-16-01-52-677_com.pathao.user_-1-206x300.png)
পাঠাও অ্যাপ এর ফুড সেকশনে পাবেন ‘Tong’
পাঠাও পে লঞ্চ করার কয়েক সপ্তাহের ভেতরেই আমরা শিখতে পেরেছি অনেক কিছু। নগদ টাকাকে প্রাধান্য দেওয়া এই সমাজে ক্যাশলেস পেমেন্ট কেমন প্রভাব ফেলছে, ইউজার/রাইডারদের মনোভাব কিরকম, সার্ভিস উন্নয়নে কি ধরণের প্রযুক্তি প্রয়োজন আর ক্যাশবিহীন রাইড এর অভিজ্ঞতা কেমন – সবকিছুর ব্যাপারেই আমরা পেয়েছি গুরুত্বপূর্ণ ডেটা ও মতামত।
তাই এখন আমরা এই সব তথ্যের সাহায্যে গড়ে তুলবো এক নতুন পাঠাও পে এক্সপেরিয়েন্স। তবে এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের অস্থায়ীভাবে পাঠাও পে রিচার্জ অপশন বন্ধ রাখতে হচ্ছে। যাদের পাঠাও পে ব্যালেন্স রয়েছে তা ব্যবহার করে যেতে পারবেন, অন্যদিকে গ্রাহকদের ডিসকাউন্ট ও রাইডারদের কমিশন তো থাকছেই। আমরা ফিরে আসবো আরো উন্নত এক্সপেরিয়েন্স নিয়ে, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বুকে রেখে। #MovingBangladesh