পাঠাও পার্সেল ডেলিভারি সার্ভিস কি এবং কিভাবে কাজ করে?
- পাঠাও পার্সেল
- আগস্ট 7, 2018
বাংলাদেশে নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিসের সংখ্যা খুবই কম। ঢাকা শহরে ব্যক্তিগতভাবে জিনিস আপনার কাছে পৌঁছে দেওয়া অনেক কঠিন। এই চাহিদা বেড়েই চলেছে।
আপনাদের সময় ও সুবিধাকে আমরা কদর করি এবং সেজন্যেই আপনাদের জন্যে ‘পাঠাও’ নিয়ে এলো ‘পাঠাও পার্সেলস’। ৩ ঘন্টার মধ্যে আপনার জিনিস নিরাপদভাবে পান, শহরের যেকোনো প্রান্তে।
‘পাঠাও’ অ্যাপ দিয়েই আপনি ডেলিভারি ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। ‘পাঠাও পার্সেলস’ ব্যবহার করতে হলে,
- অ্যাপের উপরে অংশে ক্লিক করে সিলেক্ট করুন ‘পাঠাও পার্সেলস’
- ডেলিভারির জন্য ‘পিক আপ’ এবং ‘ড্রপ অফ’ এর স্থান নির্বাচন করুন।
- যার কাছে জিনিস পাঠাচ্ছেন অর্থাৎ প্রাপকের বিস্তারিত তথ্য পূরণ করুন।
- ক্যাটাগরি থেকে প্রোডাক্টের ধরণ উল্লেখ করুন।
- সবধরনের তথ্য দেওয়ার পর, আপনি ডেলিভারি রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
- নিকটস্থ পাঠাও রাইডার আপনার দরজায় যেয়ে আপনার প্রোডাক্ট সংগ্রহ করবেন এবং তা পৌঁছে দিবে প্রাপকের কাছে।
- প্যাকেজ ২ কেজির বেশী হওয়া যাবে না।
- পার্সেলের সাইজ ১২ইঞ্চি x ১২ইঞ্চি x ১২ ইঞ্চি হতে হবে।
- সরকারী ছুটির দিনগুলো বাদে ‘পাঠাও পার্সেল’ পাওয়া যাবে প্রতিদিন*।
(শর্ত প্রযোজ্যঃ রাইডার উপস্থিতির উপর নির্ভরশীল)
কেন পাঠাও পার্সেলস নিরাপদ?
সব পাঠাও ডেলিভারি জিপিএস দ্বারা নজরে রাখা হয়।
ট্রানজিট চলাকালীন সময়ে আপনি অ্যাপ দিয়ে দেখতে পারবেন আপনার আইটেমটি কোথায় আছে। আবার আপনি রাইডারকে অ্যাপে দিয়ে কলও করেও জানতে পারবেন।
তবে নিরাপত্তা হল দুই লেনের রাস্তার মতো। আপনার আইটেম দায়িত্বশীল এবং নিরাপদ হাতে নিশ্চিত করার জন্য অবশ্যই যে রাইডার আপনার রিকোয়েস্ট একসেপ্ট করেছেন তার ডেটেইলস দেখে নিবেন এবং যখন আইটেম তার হাতে দিবেন তখন ভালোভাবে চেক করে দেখবেন।
ভাড়া নির্ধারণ পদ্ধতিঃ
- দূরত্ব < ৭ কিলোমিটার পর্যন্ত – ১৩০ টাকা
- প্রতি বাড়তি কিলোমিটার মূল্য – ১৫ টাকা
যে ডেলিভারিগুলো ৭ কিমি কম দূরত্বের, তার খরচ আসবে ১৩০ টাকা
যে ডেলিভারিগুলো ৭ কিমি বেশি দূরত্বের, তার খরচ আসবে ১৩০ (+), অতিরিক্ত ১৫টাকা প্রতি কিলোমিটারে।
উদাহরণস্বরূপ, আনুমানিক দূরত্ব যদি ১৪ কিমি হয় তাহলে খরচ পড়বে ১৩০ টাকা, ৭ কিমির জন্যে + ১৫ টাকা অতিরিক্ত ১ কিমির জন্য। যেমনঃ ১৩০ + (১৫x৭) = ২৩৫ টাকা
‘পাঠাও’ ক্ষতিগ্রস্ত কোন পণ্যের দায়ভার নেয় না। তারপরও আপনি অ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারবেন এবং যা তদন্ত করা হবে। তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতে, পাঠাও ক্ষতিগ্রস্ত পণ্যের ৫০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারবে।
পাঠাও পার্সেল সার্ভিস দ্বারা যা পাঠাতে পারবেন নাঃ
- কোনো খাদ্য বা পানি জাতীয় দ্রব্য
- দলিল, চেক, পাসপোর্ট, ইত্যাদি
- মাদক, অস্ত্র বা অন্য কোনো অবৈধ পণ্য
বাঁচুন বাধাহীনভাবে এবং উপভোগ করুন পাঠাও পার্সেলের মাধ্যমে সহজ ডেলিভারি!