পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও নিয়ে এসেছে আকর্ষণীয় এবং সুবিধাজনক সার্ভিস – পাঠাও টপ-আপ!

 ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ / টপ-আপ এখন আপনার হাতের নাগালে। এখন আপনি অনায়াসেই ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। পাঠাও টপ-আপ ব্যবহার করে আপনি নিজের বা অন্যজনের নাম্বারে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন বাংলাদেশের ৬৪টি জেলায় একসাথে। 

কারা ব্যবহার করতে পারবেন পাঠাও টপ-আপ?

পাঠাও টপ-আপ আমাদের ইউজার, রাইডার এবং ক্যাপ্টেনদের জন্য। শুধু তাই নয়, যদি ড্রাইভার হিসাবে আপনার পাঠাও ক্রেডিট ব্যালেন্স থাকে এবং বর্তমানে কোনো বকেয়া না থাকে তবে আপনি নিজের মোবাইল নাম্বার বা অন্য কারো নাম্বার টপ-আপ করার জন্য পাঠাও ক্রেডিট ব্যালেন্স ও ব্যবহার করতে পারবেন। আপনার ড্রাইভার অ্যাপে এসকল সুবিধাসমুহ পাওয়া যাবে। 

পাঠাও টপ-আপ এর ব্যবহার

ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ এখন আপনার হাতের নাগালে। ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে আপনি এখন পাঠাও টপ-আপ ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্যে নিজের বা অন্য কারো নাম্বার রিচার্জ করতে পারবেন।

পাঠাও টপ-আপ এর সাথে থাকছে আরো অনেক কিছু 

পাঠাও দেশের শীর্ষস্থানীয় টেলিফোন অপারেটর কোম্পানির সাথে একযোগে নিয়ে এসেছে দারুণ সব অফার। বিস্তারিত জানার জন্য পাঠাও এর সাথেই থাকুন! 

স্বাচ্ছন্দ্যময় সবসময় 

পাঠাও টপ-আপ দেশের যেকোনো এলাকা থেকে করা যাবে। ডিজিটালি পেমেন্ট করুন এবং আপনার মোবাইলে এয়ার-টাইম / ব্যালেন্স রিচার্জ করুন! 

পাঠাও টপ-আপ কীভাবে ব্যবহার করবেন?

১। পাঠাও অ্যাপ ওপেন করুন এবং টপ-আপ আইকনটি সিলেক্ট করুন।

২। আপনি যে নাম্বারটি রিচার্জ / টপ-আপ করতে চান সে নাম্বারটি লিখুন বা আপনার কনটাক্ট লিস্ট থেকে একটি নাম্বার সিলেক্ট করুন।

৩। আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।

৪। প্রি-পেইড অথবা পোস্ট-পেইড সিলেক্ট করুন।

৫। আপনি যে পরিমাণটি টপ-আপ করতে চান তা লিখুন।

আপনি যদি প্যাকেজ কিনতে আগ্রহী হয়ে থাকেন তবে এই পর্যায়ে আপনি প্যাকেজ আইকনে ক্লিক করে প্যাকেজগুলি সিলেক্ট করতে পারবেন। 

৬। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

৭। পেমেন্ট শেষ হওয়ার পরে আপনি একটি পপ-আপ কনফার্মেশন নোটিফিকেশন পাবেন।

৮। টপ-আপ সম্পন্ন হবার পরে আপনি একটি পপ-আপ কনফার্মেশন নোটিফিকেশন পাবেন।

শর্তাবলিঃ

১। পাঠাও টপ-আপে বর্তমানে রবি এবং এয়ারটেল ফোন নম্বরগুলির রিচার্জ করা যাবে। অতি শীঘ্রই টপ-আপ প্ল্যাটফর্মে আরও বেশি মোবাইল অপারেটর যুক্ত হবে।

২। বিকাশের মাধ্যমে আপনি টপ-আপ রিচার্জ করতে পারবেন না।

৩। আপনার যদি ডিউ থাকে তবে আপনি পাঠাও ক্রেডিট ব্যবহার করে আপনি টপ-আপ করতে পারবেন না।