পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পকেট মানি আর ফুয়েল খরচ ম্যানেজ হয় এখন নিমিষেই!

পকেট মানি আর ফুয়েল খরচ ম্যানেজ হয় এখন নিমিষেই!

ইবতিদ মাহমুদ একজন স্টুডেন্ট। বাবার গিফট দেওয়া প্রিয় বাইকে রেগুলার ইউনিভার্সিটি আসা-যাওয়া করেন তিনি। কিন্তু বাইকের ফুয়েলসহ মেইনটেন্যান্স খরচ বহন করতে চান নিজেই। তাই পাঠাও রাইডার হিসেবে জয়েন করে ইউনিভার্সিটি যাওয়া-আসার সময় রাইড শেয়ার করে থাকেন মাহমুদ। পাঠাও এর সাথে খুব ইজিলি ম্যানেজ হয়ে যায় তার পকেট মানি ও ফুয়েল খরচ।

#Pathao #MovingBangladesh #MovingSafely #HeroesOfPathao

আপনার গল্প শেয়ার করুন: 

 

 

Download Pathao App Now!