পকেট মানি আর ফুয়েল খরচ ম্যানেজ হয় এখন নিমিষেই!
- পাঠাও বাইক
- নভেম্বর 7, 2018
![পকেট মানি আর ফুয়েল খরচ ম্যানেজ হয় এখন নিমিষেই!](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2018/11/মানি-আর-ফুয়েল-খরচ-ম্যানেজ-হয়-এখন-নিমিষেই-1024x536.jpg)
ইবতিদ মাহমুদ একজন স্টুডেন্ট। বাবার গিফট দেওয়া প্রিয় বাইকে রেগুলার ইউনিভার্সিটি আসা-যাওয়া করেন তিনি। কিন্তু বাইকের ফুয়েলসহ মেইনটেন্যান্স খরচ বহন করতে চান নিজেই। তাই পাঠাও রাইডার হিসেবে জয়েন করে ইউনিভার্সিটি যাওয়া-আসার সময় রাইড শেয়ার করে থাকেন মাহমুদ। পাঠাও এর সাথে খুব ইজিলি ম্যানেজ হয়ে যায় তার পকেট মানি ও ফুয়েল খরচ।
#Pathao #MovingBangladesh #MovingSafely #HeroesOfPathao
আপনার গল্প শেয়ার করুন: