পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

“নিজের পছন্দ এবং সামর্থ্যের মধ্যে সব কিছুই পাই পাঠাও ফুডে” – প্রান্তর

প্রান্তরের পরিবার ঢাকায় শিফট করেছে ৪ বছর হলো। তবে পারিবারিক কাজের জন্য তার বাবা-মাকে রেগুলার চট্টগ্রাম আসা-যাওয়া করতে হয়। এই সময়টায় খাওয়া-দাওয়ার বেশ সমস্যা হয় প্রান্তরের। তাই তিনি বেছে নেন পাঠাও ফুড সার্ভিস, কারন নিজের পছন্দ এবং সামর্থ্যের মধ্যে সব কিছুই তিনি পান এই সার্ভিসের মাধ্যমে। পাঠাও ফুড নিয়ে তাই দারুন খুশি প্রান্তর!
#HumansOfPathao #movingBangladesh #movingsafely

 

আপনার গল্প শেয়ার করুন: এখানে ক্লিক করুন

Download Pathao App Now!