কিভাবে প্রোমো কোড অ্যাপ্লাই করবেন?
- নিউজরুম
- জানুয়ারি 14, 2021
পাঠাও – এর প্রোমো কোড পেয়েছেন? অনায়াসেই পারবেন প্রোমো কোড অ্যাপ্লাই করতে!
জেনে নিন কিভাবে আপনার প্রোমো কোডটি অ্যাপ্লাই করবেন এবং পাঠাও-এ উপভোগ করবেন আকর্ষণীয় সব ডিস্কাউন্ট –
ধাপ ১ –
আপনার পাঠাও অ্যাপটি ওপেন করুন এবং “More” বাটনে প্রেস করুন।
ধাপ ২ –
“Promotions” বাটন-টিতে প্রেস করুন।
ধাপ ৩ –
প্রোমো অ্যাপ্লাই করতে “Apply Code” বাটনটিতে প্রেস করুন।
ধাপ ৪ –
আপনি যে প্রোমো কোডটি অ্যাপ্লাই করবেন, তার সার্ভিস সিলেক্ট করে প্রোমো কোডটি বক্সটিতে লিখুন এবং “Apply” বাটনে প্রেস করুন।
প্রোমো কোড অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তা আপনি “Offer & Promotions” পেজটিতে দেখতে পাবেন।
উপভোগ করুন অসংখ্য ডিস্কাউন্ট অফার, পাঠাও এর সাথে!