পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

কিভাবে পাঠাওকে বকেয়া পরিশোধ করবেন?

আপনার বকেয়া পরিশোধ করুন কোন ধরনের ঝামেলা ছাড়াই!

আপনাদের সকলের প্রচেষ্টার ফলে আপনাদের সবার প্রিয় ‘পাঠাও’ খুব অল্প সময়ের মাঝে অর্জন করে নিয়েছে লাখো মানুষের আস্থা।পাঠাও এখন হাজারো রাইডার এবং ক্যাপ্টেন এর বাড়তি উপার্জনের উৎস, যেখানে রয়েছে স্বাধীন এবং স্বাচ্ছন্দময়ভাবে রাইড শেয়ার করার সুযোগ।একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মনোভাব এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই রাইড শেয়ারিং প্লাটফর্ম। যেখানে প্রতিটি রাইডে আয়ের বেশিরভাগ অংশই পাবে পাঠাও হিরোরা এবং সার্ভিস মেইন্টেনেন্স এর জন্য সামান্য একটি অংশ পাবে পাঠাও। এই কমিশন পাঠাও কে পরিশোধ করতে পারবেন আপনার বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে; খুবই কম সময়ে এবং নিশ্চিন্তে। পাঠাও প্লাটফর্মের উন্নতির জন্য এই কমিশন পরিশোধ করা খুবই গুরুত্বপুর্ণ। তাই জেনে নিন কিভাবে অনায়াসে পাঠাও কে এই কমিশনের বকেয়া পরিশোধ করা যায়:

বিকাশের মাধ্যমে বকেয়া পরিশোধের পদ্ধতি –

১. আপনার মোবাইলের ডায়েল অপশন এ গিয়ে প্রথমে *২৪৭# ডায়াল করুন।
২. পেমেন্ট সিলেক্ট করার জন্য মেন্যু থেকে ‘৩’ চাপুন।
৩. পাঠাও মার্চেন্ট বিকাশ নাম্বার (০১৮৭৮১৮৭৭২৪) টাইপ করুন।
৪. এবার বকেয়া টাকার পরিমাণ টাইপ করুন।
৫. রেফারেন্স অপশনে গিয়ে আপনার রাইডার আইডি টাইপ করুন।
৬. কাউন্টার নাম্বার হিসেবে ‘১’ দিন।
৭. মেন্যু থেকে আপনার বিকাশ পাসওয়ার্ড/পিন নাম্বার টাইপ করুন এবং এর মাধ্যমে আপনার বকেয়া পরিশোধ হয়ে যাবে।
৮. পেমেন্ট শেষ হলে আপনি একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।

“মনে রাখবেন, রেফারেন্স অপশনে আপনার সঠিক রাইডার আইডি টাইপ করতে হবে, অন্যথায় আপনার বকেয়া পরিশোধিত হবেনা।”

রকেটের মাধ্যমে বকেয়া পরিশোধের নিয়ম-

১. প্রথমে *৩২২# ডায়াল করুন।
২. মেন্যু থেকে ‘১’ চাপুন এবং তারপর Send চাপুন।
৩. এবার মেন্যু থেকে ‘বিল পে’ সিলেক্ট করুন এবং ‘১’ প্রেস করে Send চাপুন।
৪. বিলার আইডিতে ‘২১৭১’ দিয়ে Send চাপুন।
৫. বিল নাম্বারে গিয়ে আপনার রাইডার আইডি টাইপ করুন এবং Send চাপুন।
৬. এবার বকেয়া টাকার পরিমাণ টাইপ করুন।
৭. মেন্যু থেকে আপনার রকেট পিন নাম্বার টাইপ করুন।
৮. পেমেন্ট শেষ হলে আপনি একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।

“মনে রাখবেন, বিল নম্বর অপশনে আপনার সঠিক রাইডার আইডি টাইপ করতে হবে, অন্যথায় আপনার বকেয়া পরিশোধিত হবেনা।”

পাঠাও কে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনার অবদান আমাদের কাছে অমূল্য। আমরা বিশ্বাস করি আপনার এবং আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো।

Download Pathao App Now!