পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ফুড-এ ‘দাওয়াত পান নাই’ ট্যাবে পাচ্ছেন দাওয়াত আইটেমে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট

বছরঘুরে পাঠাও ফুড-এ আবারো এলো ‘দাওয়াত পান নাই’ ক্যাম্পেইন, চলবে ১৭ই ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত। এই পুরো ক্যাম্পেইনের সময়জুড়ে ফ্রি কাচ্চি পাওয়ার সুযোগ থাকছে প্রতিদিন। এছাড়াও পাঠাও ফুড-এ ‘দাওয়াত পান নাই’ ট্যাব ভিজিট করে ৪০% পর্যন্ত ডিসকাউন্টে পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের দাওয়াত আইটেম অর্ডার করতে পারবেন। 

যেসকল এলাকায় ‘দাওয়াত পান নাই’ ক্যাম্পেইনের ফ্রি কাচ্চি থাকছে-

ধানমন্ডি ১৮-১২-২০২৩৩০০ কাচ্চি
গুলশান২০-১২-২০২৩৩০০ কাচ্চি
উত্তরা ২২-১২-২০২৩৩০০ কাচ্চি
বসুন্ধরা ২৪-১২-২০২৩৩০০ কাচ্চি
চট্টগ্রাম২৪-১২-২০২৩৩০০ কাচ্চি
মিরপুর২৬-১২-২০২৩৩০০ কাচ্চি

ফ্রি কাচ্চি পাওয়ার সময়সীমা- প্রতিদিন দুপুর ১২ঃ৩০ থেকে ৩০০ কাচ্চির লিমিট পর্যন্ত।  

শর্তাবলী:

  • ৩০০ টি কাচ্চির লিমিট শেষ না হওয়া পর্যন্ত অ্যাপে দৈবচয়ন চলতে থাকবে 
  • ক্যাম্পেইনের সময়সীমা: ১৭ ডিসেম্বর, ২০২৩ থেকে ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ফ্রি কাচ্চি সিলেক্ট করা হবে দৈবচয়ন উপায়ে। 
  • পাঠাও বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করবে।
  • পাঠাও যে কোন সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
  • এই অফারটি ঢাকা এবং চট্টগ্রামের জন্য প্রযোজ্য। 

বিঃ দ্রঃ

  • কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ইউজারের অংশগ্রহণ বাতিল করা হবে।