পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

সরকারি নির্দেশে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে পাঠাও বাইক-এর ভাড়াও!

পাঠাও রাইডারদের জন্য সুখবর!!

গত শুক্রবার (০৫ আগস্ট ২০২২) দিবাগত রাতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটে। ফলে আমাদের সকল রাইডারদের কথা মাথায় রেখে পাঠাও বাইক-এর ভাড়া নতুন করে নির্ধারন করা হয়েছে। নতুন ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

বিবরণীপূর্বের মূল্যবর্তমান মূল্য
সর্বনিম্ন ভাড়া৩০ টাকা৫০ টাকা
প্রতি কি.মি.১২ টাকা১৫ টাকা

শর্তাবলী:

১। নতুন ভাড়ার তালিকা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এর সকল রাইডারদের জন্য প্রযোজ্য।

২। নতুন ভাড়ার তালিকা নতুন কোন ঘোষণা আসার আগ পর্যন্ত চলমান থাকবে। 

৩। যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন রাইডার যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকেন তবে পাঠাও যেকোনো সময় তাকে সাসপেন্ড করার অধিকার সংরক্ষণ করে।

বৈধ উপায়ে আয় করুন সবচেয়ে বেশি। পাঠাও এর সাথে নিশ্চিন্ত এবং নিরাপদ থাকুন।