পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

iPhone চাও? Order from Chillox Now!

পাঠাও ফুড নিয়ে এলো iPhone জেতার জোস ডিল! এখন পাঠাও ফুড থেকে বেশি বেশি Chillox বার্গার অর্ডার করো এবং জিতে নাও iPhone 13 Pro Max! 

মাত্র কয়েকটি স্টেপ-এর মাধ্যমে জিতে নাও তোমার iPhone 13 Pro Max

যেভাবে জিতবে iPhone 13 Pro Max 

১) পাঠাও অ্যাপ ওপেন করে Chillox থেকে সবচেয়ে বেশিবার বার্গার অর্ডার করো।

২) প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত যারা প্রতি ঘন্টায় সবচেয়ে প্রথমে অর্ডার করবে তাদের মধ্যে ৩০ জন অর্ডারকারী পাবে ২০০ টাকার প্রোমো কোড।

৩) এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য অন্তত ২০০ টাকা অর্ডার করতে হবে।  

৪) ক্যাম্পেইন শেষে সবচেয়ে বেশি অর্ডারকারী জিতবে একটি iPhone 13 Pro Max

শর্তাবলী:

  • প্রতিটি প্রোমো শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে।
  • ডিসকাউন্ট: ২০০ টাকা। সর্বনিম্ন অর্ডার: ১৫০ টাকা (শুধুমাত্র প্রোমো কোড উইনারদের জন্য)
  • ক্যাম্পেইনের সময়সীমা: ৪ মার্চ ২০২২ থেকে ১০ মার্চ ২০২২
  • বিজয়ী ঘোষনা করা হবে ১৪ মার্চ ২০২২
  • বিজয়ী ঘোষনা করার সময় সমান সংখ্যক অর্ডার থাকলে, সবচেয়ে বেশি অর্ডার এবং সর্বমোট অর্ডার ভ্যালুর উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • বিজয়ী সিলেক্ট করার ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
  • পাঠাও বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করবে।
  • পাঠাও যে কোন সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
  • পাঠাও-এর সরাসরি কর্মরত কেউ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে না।
  • এই অফারটি ঢাকা এবং চট্টগ্রামের জন্য প্রযোজ্য। 

বিঃ দ্রঃ

  • কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ইউজারের অংশগ্রহণ বাতিল করা হবে।
পাঠাও