পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

এক রাইডে একাধিক স্টপ!

পাঠাও কার ও বাইকে এখন এক যাত্রায় উপভোগ করতে পারবেন একাধিক স্টপ; কারণ পাঠাও অ্যাপে চালু হলো- “ডেস্টিনেশন ফিচার।” যাত্রাপথে প্রয়োজন অনুসারে এখন বদলে নিতে পারবেন আপনার গন্তব্য, প্রয়োজনে থামতে পারবেন আপনার পূর্ব নির্ধারিত স্টপে। এখন ঘুড়ে বেড়ান শহর জুড়ে নিজ ইচ্ছা ও সুবিধা অনুসারে- কারণ পাঠাও এখন আরও কমফোর্টেবল ঠিক যেমন আপনার চাই।

কিভাবে এটি কাজ করেঃ

গন্তব্যে পৌঁছাবার আগেই  যাত্রাপথের বিভিন্ন স্টপে কিছু সময়ের জন্য থামা প্রয়োজন হতেই পারে। তবে রাইড বা কার যদি নিজস্ব না হয়; তবে সবসময় থামতে বলা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি পাঠাও ‘কার’ বা ‘ রাইড’ ইউজার হন তাহলে যাত্রাপথে থামা নিয়ে আপনার বিন্দুমাত্র ভাবতে হবে না। কারণ প্রতিদিনের স্মার্ট অ্যাপ ‘পাঠাও’ আপনাকে দিচ্ছে এক যাত্রায় ভিন্ন স্টপে থামার সুযোগ।

রাইড অর্ডারের সময় কিভাবে মাল্টি স্টপ অ্যাড করবেনঃ

ধাপ ১ঃ  আপনি যখন আপনার পাঠাও অ্যাপ ব্যবহার করে  কার/বাইক – এ আপনার destination/গন্তব্য নির্দিষ্ট করছেন , তখন destination search bar এর পাশে একটি ‘প্লাস’ (+) চিহ্ন দেখতে পাবেন।

ধাপ ২ঃ ‘প্লাস’ (+) চিহ্নে প্রেস করলে একটি নতুন destination search bar খুলবে সেখানে আপনি এক বা একাধিক স্টপ এর নাম দিতে পারবেন। আপনার পূর্ব নির্ধারিত গন্তব্যে পৌঁছাবার আগে অতিরিক্ত দুটি  স্টপ যোগ করতে পারবেন।

 ধাপ ৩ঃ প্লাস’ (+) চিহ্নে প্রেস করে প্রয়োজনীয় স্টপ অ্যাড করার পর- “Done” ট্যাবে প্রেস করুন।

ধাপ ৪ঃ Send a pick-up request”- ট্যাবে প্রেস করি ও দায়িত্ব প্রাপ্ত ড্রাইভারের জন্য অপেক্ষা করুন।

ধাপ ৫ঃ আপনার পাঠাও বাইক/কার পৌঁছাবার পর, যাত্রাপথে থামবার জন্য একাধিক স্টপ অ্যাড করতে পারবেন। প্রয়োজনে পাঠাও অ্যাপ এর  ADD/EDIT অপশন থেকে পাঠাও বাইক/কার- এর  Destination বা গন্তব্য পরিবর্তন করতে পারবেন। আপডেটেড গন্তব্য বা স্টপ পরিবর্তন করা মাত্রই আপনি স্ক্রিনে সম্ভাব্য ভাড়া দেখতে পারবেন।  

তাহলে আর দেরি কিসের! এখন-ই রিকোয়েস্ট করুন।
বেছে নিন পাঠাও কার অথবা বাইক, আর নিশ্চিত-নিরাপদে-নির্বিঘ্নে শুরু করুন আরামদায়ক যাত্রা।

পাঠাও