পাঠাও পার্সেল এর সাথে জমবে ঈদ, সর্বোচ্চ গিফট পাঠিয়ে জিতুন গিফট!
- পাঠাও পার্সেল
- মে 6, 2021
এবারের ঈদকে করে তুলুন আরো স্পেশাল, পাঠাও পার্সেল এর সাথে। রমজানের এই মাসে পাঠাও পার্সেল এর টপ ৩ ইউজার পাবেন আকর্ষনীয় ঈদ গিফট। শুধু তাই না, এই ঈদে পাঠাও পার্সেল ইউজ করলেই পাচ্ছেন ফ্ল্যাট ২০% ডিসকাউন্ট!
আপনার প্রিয়জনদেন পাঠিয়ে দিন বেশি বেশি গিফট। বুঝিয়ে দিন তার আপনার জন্য কতটা স্পেশাল! নিজের হাতে তৈরী করা খাবার হোক কিংবা পছন্দের জায়গা থেকে কেনা বিশেষ উপহার, জরুরী কোনো জিনিস; যেকোনো কিছু পাঠিয়ে দিন আজই পাঠাও পার্সেল এর সাথে।
শর্তাবলী:
- সর্বোচ্চ পার্সেল অর্ডারকারী ইউজাররা পুরষ্কার পাবেন।
- অফারটির সময়: ৬ মে, ২০২১ থেকে ১১ মে, ২০২১ পর্যন্ত।
- অফারটি শুধুমাত্র ঢাকার ইউজারদের জন্য প্রযোজ্য।
- বিজয়ী বাছাই এর ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- বিজয়ীদের সাথে পাঠাও থেকে সরাসরি যোগাযোগ করা হবে।
- পাঠাও যেকোনো সময়ে শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
- ক্যাম্পেইন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে