পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও পার্সেল এর সাথে জমবে ঈদ, সর্বোচ্চ গিফট পাঠিয়ে জিতুন গিফট!

এবারের ঈদকে করে তুলুন আরো স্পেশাল, পাঠাও পার্সেল এর সাথে। রমজানের এই মাসে পাঠাও পার্সেল এর টপ ৩ ইউজার পাবেন আকর্ষনীয় ঈদ গিফট। শুধু তাই না, এই ঈদে পাঠাও পার্সেল ইউজ করলেই পাচ্ছেন ফ্ল্যাট ২০% ডিসকাউন্ট! 

আপনার প্রিয়জনদেন পাঠিয়ে দিন বেশি বেশি গিফট। বুঝিয়ে দিন তার আপনার জন্য কতটা স্পেশাল! নিজের হাতে তৈরী করা খাবার হোক কিংবা পছন্দের জায়গা থেকে কেনা বিশেষ উপহার, জরুরী কোনো জিনিস; যেকোনো কিছু পাঠিয়ে দিন আজই পাঠাও পার্সেল এর সাথে।

শর্তাবলী:

  • সর্বোচ্চ পার্সেল অর্ডারকারী ইউজাররা পুরষ্কার পাবেন।
  • অফারটির সময়: ৬ মে, ২০২১ থেকে ১১ মে, ২০২১ পর্যন্ত।
  • অফারটি শুধুমাত্র ঢাকার ইউজারদের জন্য প্রযোজ্য।
  • বিজয়ী বাছাই এর ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • বিজয়ীদের সাথে পাঠাও থেকে সরাসরি যোগাযোগ করা হবে। 
  • পাঠাও যেকোনো সময়ে শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
  • ক্যাম্পেইন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে
পাঠাও