পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

চলে এলো অর্ডার ট্র্যাকিং সুবিধা!

চলে এলো অর্ডার ট্র্যাকিং সুবিধা!

ইউজাররা এখন খুব সহজেই অর্ডার ট্র্যাকিং দিয়ে তাদের পাঠাও কুরিয়ার-এর মাধ্যমে অর্ডারকৃত পণ্যগুলো ট্র্যাক করতে পারবেন।

মার্চেন্ট থেকে পিকআপকৃত কুরিয়ার প্রসেসিং এর সময় একটি এসএমএস-এর মাধ্যমে ইউজারদের ট্র্যাকিং লিংক ও কনসাইনমেন্ট আইডি শেয়ার করা হয়। এই কনসাইনমেন্ট আইডি ব্যবহার করে ইউজার অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে তার অর্ডারটি ট্র্যাক করতে পারবেন।

কীভাবে অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন

ধাপ ১: আপনার ফোনে পাঠাও অ্যাপ ওপেন করে More বাটনে ক্লিক করুন।

ধাপ ২: তারপর Tracking অপশনটি সিলেক্ট করুন।

ধাপ ৩: Track your e-commerce order-এ কনসাইনমেন্ট আইডি ও মোবাইল নাম্বার ইনপুট করে Track Delivery বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: আপনার অর্ডার ডিটেইলস সহ অর্ডারের স্ট্যাটাস দেখতে পাবেন।

কীভাবে ওয়েবসাইট এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন?

ধাপ ১: আপনার ব্রাউজারে https://merchant.pathao.com/ এই ওয়েবসাইটটি ওপেন করুন।

ধাপ ২: ওয়েবসাইটটি ওপেন করে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন Track Your Order.

ধাপ ৩: Track Your Order-এ Tracking Number-এর বক্সে আপনার কনসাইনমেন্ট আইডি ইনপুট করে Track Order-এ ক্লিক করুন।

ধাপ ৪: আপনার অর্ডার ডিটেইলস সহ অর্ডারের স্ট্যাটাস দেখতে পাবেন।


কীভাবে মার্চেন্ট অর্ডার ট্র্যাক করতে পারবেন?

মার্চেন্ট তার প্যানেলে ডেলিভারিস অপশন থেকে প্রতিটি অর্ডার ভিউ করে তা সুবিধামত ট্র্যাক করতে পারবেন, তাছাড়াও প্যানেল থেকে Track Your Order-এ কনসাইনমেন্ট আইডি দিয়ে পার্সেল ট্র্যাক করতে পারবেন।