পাঠাও ফুড-এ আল কাদেরিয়া থেকে অর্ডার করে জিতুন Cox’s ট্রিপ সহ দারুণ সব পুরস্কার
- পাঠাও ফুড
- জানুয়ারি 1, 2026
পছন্দের খাবার অর্ডার করে যদি পছন্দের জায়গায় ঘুরে আসতে পারেন, কেমন হয় তাহলে? পাঠাও ফুড ও আল কাদেরিয়া একসাথে এমনই সুযোগের সাথে নিয়ে এসেছে একটি এক্সাইটিং ক্যাম্পেইন। ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠাও ফুড–এ আল কাদেরিয়া থেকে প্রতিটি অর্ডার আপনাকে নিয়ে যাবে আকর্ষণীয় পুরস্কারের আরও কাছাকাছি।
পুরস্কার হিসেবে যা থাকছে:
ক্যাম্পেইনজুড়ে সবচেয়ে বেশি অর্ডারের ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে,
- সবচেয়ে বেশি যিনি অর্ডার করবেন তিনি পেয়ে যাবেন কাপল ট্রিপ টু কক্সবাজার। এতে থাকবে ঢাকা–কক্সবাজার যাওয়া–আসার ফ্লাইট টিকিট এবং ২ রাত ৩ দিনের জন্য একটি আরামদায়ক ৩-স্টার হোটেল স্টে।
- দ্বিতীয় সর্বোচ্চ অর্ডার করা ব্যবহারকারী পাবেন ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে ২ দিন ১ রাতের কাপল স্টে।
- এছাড়াও আরও ৩ জন বিজয়ী জিতবেন সিনেপ্লেক্সে কাপল মুভি টিকিট, একদম পারফেক্ট একটি রিল্যাক্সড মুভি ডেটের জন্য।
যেভাবে পার্টিসিপেট করবেন:
খুবই সহজ! ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠাও ফুড–এ আল কাদেরিয়া থেকে অর্ডার করুন।
যত বেশি অর্ডার করবেন, জেতার সুযোগ তত বেশি। ক্যাম্পেইন শেষ হওয়ার পর ১৪ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের ঘোষণা করা হবে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- সব পুরস্কার ঘোষণা হওয়ার তারিখ থেকে ২ মাসের মধ্যে ব্যবহারযোগ্য।
- ভ্রমণ ও থাকার তারিখ বিজয়ীদের সাথে আলোচনা করে ঠিক করা হবে।
- ভ্রমণের ব্যবস্থা নিশ্চিত করতে বিজয়ীদের কমপক্ষে ১৫ দিন আগে পাঠাও-কে জানাতে হবে।
পাঠাও বিশ্বাস করে, ভালো খাবারের সাথে ভালো মুহূর্তও থাকা উচিত। আল কাদেরিয়া x পাঠাও ফুড ক্যাম্পেইনে আপনার পরের খাবারই হতে পারে একটি ভ্রমণের শুরু, ছোট একটা ব্রেক, বা মনে রাখার মতো একটি মুভি নাইট।
তাই দেরি কেন? পাঠাও ফুড–এ আল কাদেরিয়া থেকে আপনার পছন্দের খাবার অর্ডার করুন, আর উপভোগ করুন ভ্যাকেশন।
শর্তাবলী:
- সব অফার ও প্রতিযোগিতা শুধুমাত্র বাংলাদেশের যোগ্য পাঠাও ইউজারকারীদের জন্য।
- পাঠাও লিমিটেডের কর্মীরা কোনো কার্যক্রম বা গিভঅ্যাওয়েতে অংশ নিতে বা জিততে পারবেন না।
- অফার ও পুরস্কার নগদে রূপান্তরযোগ্য নয়।
- পাঠাও যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের যেকোনো অংশ পরিবর্তন, স্থগিত বা বন্ধ করতে পারে।
- কোনো প্রতারণা, ভুয়া অ্যাকাউন্ট বা অফার অপব্যবহার করলে অংশগ্রহণ বাতিল করা হবে।
- যোগ্যতা, অংশগ্রহণ ও পুরস্কার বণ্টন সংক্রান্ত সকল সিদ্ধান্ত পাঠাও এবং আল কাদেরিয়া-এর টিই চূড়ান্ত।
- অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা সম্মতি দেন যে পাঠাও তাদের নাম, ছবি ও তথ্য প্রচারণার কাজে ব্যবহার করতে পারবে, অতিরিক্ত কোনো পারিশ্রমিক ছাড়াই।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের ফলে কোনো প্রযুক্তিগত সমস্যা, অ্যাপ ডাউনটাইম বা ক্ষতির জন্য পাঠাও দায়ী থাকবে না।
- এই ক্যাম্পেইন সম্পর্কিত সব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার পাঠাও-এর থাকবে।
- অংশগ্রহণ মানেই এই শর্তাবলীর সম্পূর্ণ স্বীকৃতি।