iphone 17 Pro Max জিতে নিন: পাঠাও-এর ১০ বছর উদযাপনে!
- প্রোমোশনসমূহ
- অক্টোবর 8, 2025

পাঠাও-এর হয়ে গেলো ১০ বছর! এক দশক রাইড, ডেলিভারি আর আপনার দৈনন্দিন জীবনকে সহজ করার যাত্রায়, পাঠাও সব সময় আপনার সাথে ছিলো। এই মাইলস্টোন উদযাপনের জন্য, আমরা নিয়ে এসেছি “10 Years of Growing with You” ক্যাম্পেইন। মাসব্যাপী এই ক্যাম্পেইনে থাকছে প্রিমিয়াম সব রিওয়ার্ডস। ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত, বেশি বেশি রাইড বা ফুড অর্ডারের মাধ্যমে আপনি জিততে পারেন নতুন iPhone 17 Pro Max!
কীভাবে অংশগ্রহণ করবেন
অংশগ্রহণ করা একদম সহজ! ক্যাম্পেইন সময়ে প্রতিটি কমপ্লিটেড রাইড বা ফুড অর্ডারে আপনি পাবেন ১টি এন্ট্রি পয়েন্ট। যত বেশি রাইড বা অর্ডার করবেন, আপনার জেতার সুযোগ থাকবে তত বেশি। এন্ট্রির কোনো লিমিট নেই। তবে, ক্যান্সেল, রিফান্ড বা অসম্পূর্ণ ট্রানজ্যাকশন এন্ট্রি হবে না। তাই, নিশ্চিত করুন আপনার ট্রিপ বা অর্ডার সঠিকভাবে কমপ্লিট হয়েছে।
এক্সাইটিং রিওয়ার্ড
জিতে নিন iPhone 17 Pro Max! ক্যাম্পেইন শেষে, ১ জন বিজয়ী নির্বাচিত হবেন এবং পুরস্কার হিসেবে পাবেন নতুন iPhone 17 Pro Max। ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে যে ইউজার পাঠাও সবচেয়ে বেশি ব্যবহার করবেন, তিনি বিজয়ী হিসেবে ঘোষিত হবেন। মনে রাখবেন, প্রাইজ non-transferable ও non-exchangeable, এবং অফিশিয়াল বিজয়ী ঘোষণা হওয়ার ৩০ দিনের মধ্যে ক্লেইম করতে হবে।
ট্রান্সপারেন্ট ট্র্যাকিং ও বিজয়ী নির্বাচন
ক্যাম্পেইন শেষ হওয়ার পরে, পাঠাও এন্ট্রি পয়েন্ট এবং অর্ডারের ভিত্তিতে ম্যানুয়ালি বিজয়ী নির্বাচন করবে। বিজয়ীর রেজিস্টার্ড অ্যাকাউন্ট ডিটেইল যাচাই করা হবে এবং প্রয়োজনে বৈধ পরিচয়পত্র দিতে হতে পারে। ডুপ্লিকেট বা ফ্রডুলেন্ট অ্যাকাউন্ট বাতিল হবে।
পাঠাও-এর সাথে ১০ বছর উদযাপন করুন
এই গিভঅ্যাওয়ে শুধু প্রাইজের জন্য না, এটা আমাদের পক্ষ থেকে ১০ বছরের লয়্যালটি ও ট্রাস্ট-এর জন্য আপনাকে ধন্যবাদ জানানোর এক ছোট্ট উপায়। প্রতিটি রাইড, প্রতিটি অর্ডার, সবকিছুই আমাদের একসাথে গ্রো করার গল্পের অংশ। সেলিব্রেশনে যোগ দিন, আপনার এন্ট্রি সংগ্রহ করুন, আপনিই হতে পারেন সেই উইনার!
শর্তাবলী:
১। যোগ্যতা
- বাংলাদেশের সকল পাঠাও ইউজারের জন্য উন্মুক্ত যারা তাদের অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন।
- পাঠাও-এর কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবেন না।
২। বৈধ এন্ট্রি
- শুধুমাত্র সম্পূর্ণ রাইড এবং সম্পূর্ণ ফুড ডেলিভারি অর্ডার এন্ট্রির জন্য গণ্য হবে।
- বাতিল, ফেরতপ্রদত্ত, বা প্রতারণামূলক লেনদেন গণ্য হবে না।
৩। বিজয়ী নির্বাচন
- বিজয়ী নির্বাচিত হবে পয়েন্টের ভিত্তিতে এবং দ্বিতীয়ভাবে অর্ডারের মোট মান (GMV) অনুযায়ী।
- পাঠাও-এর সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক। কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়।
৪। পুরস্কারের শর্তাবলী
- পুরস্কার নগদ বা অন্য কোনো আইটেমের সঙ্গে বিনিময়যোগ্য নয়।
- প্রয়োজনে পাঠাও সমমূল্য বা বড় মূল্যের আইটেম দিয়ে পুরস্কার পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
- পুরস্কারে প্রযোজ্য যেকোনো কর/ডিউটি বিজয়ীকে বহন করতে হবে।
৫। অযোগ্যতা
- পাঠাও প্রতারণা, ফেক অ্যাকাউন্ট বা সিস্টেমে হস্তক্ষেপ করে এমন ইউজারদের অযোগ্য ঘোষণা করার অধিকার রাখে।
৬। দায়বদ্ধতা
- পাঠাও টেকনিক্যাল সমস্যা, অ্যাপ ডাউনটাইম বা বিলম্বিত লেনদেনের কারণে এন্ট্রিতে প্রভাবের জন্য দায়ী নয়।
- পাঠাও অংশগ্রহণ বা পুরস্কারের ব্যবহার থেকে সৃষ্ট কোনো ক্ষতি/হানি/আঘাতের জন্য দায়ী নয়।
৭। অধিকার ও অনুমতি
- অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা সম্মতি দিচ্ছেন যে, পাঠাও তাদের নাম, ছবি ও পরিচিতি প্রচারমূলক কাজে ব্যবহার করতে পারবে, কোনো অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই।
৮। পরিবর্তন ও বাতিলকরণ
পাঠাও অপ্রত্যাশিত পরিস্থিতিতে যেকোনো সময় ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার রাখে, পূর্ব-নোটিশ ছাড়া।