পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

দশে ১০ Quiz: Celebrate 10 Years with Pathao

দশে ১০ Quiz

পাঠাও পাড়ি দিলো ১০ বছর! এই ১০ বছরের যাত্রা উদযাপনের জন্য, আমরা এনেছি “10 Years of Growing with You” ক্যাম্পেইনের বিশেষ চ্যালেঞ্জ, দশে ১০ কুইজ। Fun & Interactive উপায়ে পাঠাও-এর ১০ বছরের যাত্রা সেলিব্রেট করার জন্যই এই কুইজ খেলার আয়োজন, চলবে ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। আর কুইজ খেলে জেতার সুযোগ পাবেন ১ লক্ষ টাকা পর্যন্ত সমমূল্যের rewards!

দশে ১০ Quiz কীভাবে কাজ করে

৩০ দিনের ক্যাম্পেইন চলাকালীন, Pathao ৩০টি ইউনিক question set রিলিজ করবে বিভিন্ন প্ল্যাটফর্মে। আপনি অংশ নিতে পারবেন:

  • Facebook এবং Instagram Stories
  • In-app cards
  • On-ground activations
  • QR codes-এর মাধ্যমে

প্রতিটি question set মজার, চ্যালেঞ্জিং এবং শিক্ষামূলক হবে, যাতে সব অংশগ্রহণকারী পুরো ক্যাম্পেইনজুড়ে engaged থাকেন।

সেরা অংশগ্রহণকারীর  জন্য rewards

Quiz খেলার আনন্দ এখানেই শেষ নয়। ক্যাম্পেইনের শেষে, ১০ জন অংশগ্রহণকারী যাদের cumulative score সবচেয়ে বেশি, তারা পাবেন ১ লক্ষ টাকা পর্যন্ত সমমূল্যের rewards! অর্থাৎ, নিয়মিত অংশগ্রহণ এবং সঠিক উত্তরই পারে আপনাকে rewards জেতার পথে নিয়ে যেতে।  

Join the Fun

দশে ১০ Quiz শুধু একটি খেলা নয়, এটি Pathao-এর ১০ বছরের growth, innovation এবং user engagement উদযাপনের অংশ। প্রতিদিন অংশ নিন, আপনার স্কোর ট্র্যাক করুন এবং exciting rewards জেতার সুযোগ নিন।

Dive in, play, এবং Celebrate 10 Years of Growing with You পাঠাও-এর সঙ্গে!

এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা নিচের শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন:

১. যোগ্যতা

  • বাংলাদেশের সব পাঠাও ইউজার এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
  • ইউজারদের একটি সক্রিয় ও বৈধ পাঠাও অ্যাকাউন্ট থাকতে হবে।
  • পাঠাও লিমিটেড-এর কর্মচারীরা এই ক্যাম্পেইনে অংশ নিতে বা পুরস্কার জিততে পারবেন না।
  • অংশগ্রহণকারীর অ্যাকাউন্ট সক্রিয়, ভেরিফাইড এবং কোনোভাবে স্থগিত বা সীমাবদ্ধ নয় তা নিশ্চিত করতে হবে।
  • পাঠাও যেকোনো পর্যায়ে যোগ্যতা যাচাই করতে পারে এবং ভুল তথ্য দিলে বা শর্ত না মানলে অংশগ্রহণ বাতিল করার অধিকার রাখে।

২. ক্যাম্পেইনের সময়কাল 

  • ক্যাম্পেইন চলবে মোট ৩০ দিন,  ৯ অক্টোবর ২০২৫ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
  • পাঠাও প্রয়োজনে এই সময়কাল বাড়াতে বা কমাতে পারে, পূর্বঘোষণা ছাড়াই।
  • সময়সূচিতে কোনো পরিবর্তন হলে তা শুধুমাত্র পাঠাও-এর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।

৩. অংশগ্রহণের নিয়ম 

  • প্রতিটি কুইজ সেটে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • অংশ নেওয়া যাবে বিভিন্ন মাধ্যমের দ্বারা, যেমন সোশ্যাল মিডিয়া স্টোরি, ইন-অ্যাপ কার্ড, বা অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন।
  • শুধুমাত্র সম্পূর্ণ ও সঠিকভাবে জমা দেওয়া এন্ট্রিগুলিই গণনা করা হবে।
  • প্রতি কুইজ সেটে একাধিকবার অংশ নেওয়া যাবে না; প্রথম চেষ্টাটিই গণনা করা হবে।

৪. স্কোরিং সিস্টেম

  • প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট দেওয়া হবে।
  • পুরো ক্যাম্পেইনজুড়ে পয়েন্ট যোগ হতে থাকবে।
  • ন্যায্যতা ও পরিচালনার কারণে পাঠাও স্কোরিং পদ্ধতি, কুইজ ফরম্যাট বা প্রশ্ন পরিবর্তনের অধিকার রাখে।
  • কোনো টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে পাঠাও-এর অভ্যন্তরীণ রেকর্ডই চূড়ান্ত ধরা হবে।
  • অংশগ্রহণকারীরা প্রতিবার পাঠাও বাইক, কার এবং ফুড-এর  জন্য সর্বমোট  ১,৬০০ টাকা পর্যন্ত মূল্যের প্রোমো কোড পাবেন।

৫. পুরস্কার

  • ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ মোট স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০ জন অংশগ্রহণকারী বিজয়ী হবেন।
  • বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে তাদের নিবন্ধিত পাঠাও অ্যাকাউন্টের মাধ্যমে (অ্যাপ নোটিফিকেশন, এসএমএস বা ফোনে)।
  • পুরস্কার অন্য কাউকে দেওয়া যাবে না, এবং এটি নগদ অর্থ বা অন্য সুবিধায় বদলানো যাবে না।
  • প্রয়োজনে পাঠাও সমমূল্যের বা বেশি মূল্যের পুরস্কার দিতে পারে, পূর্বঘোষণা ছাড়াই।
  • বিজয়ীদের ১০  কর্মদিবসের মধ্যে পুরস্কার সংগ্রহ করতে হবে; না করলে পুরস্কার বাতিল হতে পারে বা অন্য কাউকে দেওয়া হতে পারে।
  • পুরস্কার পাঠানোর পর কোনো ক্ষতি, বিলম্ব বা হারানোর জন্য পাঠাও দায়ী নয়।
  • পুরস্কারের ওপর প্রযোজ্য কর, শুল্ক বা অন্যান্য সরকারি চার্জ (যদি থাকে) বিজয়ীকেই বহন করতে হবে।

৬. বিজয়ী ঘোষণা

  • ক্যাম্পেইন শেষ হওয়ার ১৫  কর্মদিবসের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
  • পুরস্কার দেওয়ার আগে পাঠাও বিজয়ীর পরিচয় যাচাই করার অধিকার রাখে।
  • পাঠাও-এর অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত বিজয়ীদের তালিকাই চূড়ান্ত ধরা হবে।
  • পুরস্কার প্রদানের আগে পাঠাও প্রয়োজনে অফিসিয়াল পরিচয়পত্র ও অ্যাকাউন্ট যাচাই করতে পারে।

৭. সাধারণ শর্ত 

  • পাঠাও পূর্বঘোষণা ছাড়াই যে কোনো সময় ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার রাখে।
  • টেকনিক্যাল সমস্যা, নেটওয়ার্ক ত্রুটি বা কোনো কারণে অংশগ্রহণে বিঘ্ন ঘটলে পাঠাও দায়ী নয়।
  • প্রতারণা বা সিস্টেমে জালিয়াতি করার চেষ্টা করলে অংশগ্রহণকারীকে সঙ্গে সঙ্গে অযোগ্য ঘোষণা করা হবে।
  • অংশগ্রহণের মাধ্যমে ইউজাররা সম্মতি দিচ্ছেন যে পাঠাও তাদের নাম, ছবি ও কুইজে অংশগ্রহণের তথ্য প্রচারমূলক কাজে ব্যবহার করতে পারবে, কোনো অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই।
  • ক্যাম্পেইন সম্পর্কিত সকল বিষয়ে পাঠাও-এর সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।
  • ক্যাম্পেইনে অংশগ্রহণের কারণে বা অংশ নিতে না পারার ফলে কোনো ক্ষতি হলে তার জন্য পাঠাও দায়ী নয়।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে পাঠাও-এর সাথে কোনো কর্মসংস্থান বা চুক্তিভিত্তিক সম্পর্ক তৈরি হবে না।
  • পাঠাও কমিউনিটি গাইডলাইন, শালীনতার মানদণ্ড বা আইন ভঙ্গ করলে সেই কনটেন্ট, এন্ট্রি বা ইউজারকে সরিয়ে দেওয়ার অধিকার রাখে।

৮. বিরোধ

এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো বিরোধ বা আপত্তির ক্ষেত্রে পাঠাও লিমিটেড-এর সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক হবে।