ডিজিটাল পেমেন্ট নিলেই বেশি বোনাস!
- পাঠাও কার
- এপ্রিল 22, 2025

পাঠাও বাইক রাইডারস এবং পাঠাও কার ক্যাপ্টেনদের জন্য রয়েছে দারুণ এক সুখবর! পাঠাও নিয়ে এসেছে ডিজিটাল পেমেন্ট বোনাস ক্যাম্পেইন, যেখানে প্রতিদিনের মাত্র ৩টি রাইডেই আপনি পেতে পারেন আকর্ষণীয় বোনাস! অর্থাৎ, ডিজিটাল পেমেন্ট গ্রহণ করে আপনি যেমন যাত্রীদের জন্য সেবাকে আরও সহজ ও স্মার্ট করে তুলছেন, তেমনি নিজের জন্য বাড়িয়ে নিচ্ছেন ইনকামের সুযোগও।
ক্যাম্পেইনের সময়সীমা:
এই ক্যাম্পেইনটি চলবে ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত। তাই এখনই শুরু করুন আপনার রাইডিং গেম আরও স্মার্টভাবে!
কীভাবে পাবেন বোনাস?
পাঠাও বাইক রাইডারদের জন্য:
১। প্রতিদিন কমপক্ষে ৩টি রাইডে ডিজিটাল পেমেন্ট নিতে হবে।
২। প্রতিটি ডিজিটাল পেমেন্ট রাইডে আপনি পাবেন ১০ টাকা বোনাস।
৩। প্রতিদিন ৩ টি রাইডে সর্বনিম্ন ৩০ টাকা এবং ১০টি রাইডে সর্বোচ্চ ১০০ টাকা নিশ্চিত এক্সট্রা ইনকাম!
পাঠাও কার ক্যাপ্টেনদের জন্য:
১। প্রতিদিন কমপক্ষে ৩টি রাইডে ডিজিটাল পেমেন্ট নিতে হবে।
২। প্রতিটি ডিজিটাল পেমেন্ট রাইডে আপনি পাবেন ২০ টাকা বোনাস।
৩। প্রতিদিন ৩ টি রাইডে সর্বনিম্ন ৬০ টাকা এবং ১০টি রাইডে সর্বোচ্চ ২০০ টাকা নিশ্চিত এক্সট্রা ইনকাম!
কেন ডিজিটাল পেমেন্ট?
ডিজিটাল পেমেন্ট মানে ক্যাশহীন, ঝামেলাহীন এবং নিরাপদ লেনদেন। আপনি সহজেই রাইড শেষে পেমেন্ট পেয়ে যাবেন, কোনো ফেরত টাকার টেনশন থাকবে না। তাছাড়া, ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় আপনি পাঠাও থেকে পাচ্ছেন অতিরিক্ত বোনাস!
তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করুন। বেশি বেশি ডিজিটাল পেমেন্ট নিন আর বেশি ইনকাম করুন!