পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

Pathao Pay Merchant App থেকে টাকা তুলুন সহজেই!

Pathao Pay Merchant App থেকে টাকা তুলুন সহজেই!

কুরিয়ার মার্চেন্টদের জন্য এখন পাঠাও পে নিয়ে এসেছে দুইভাবে টাকা তোলার সুযোগ! তাৎক্ষণিক টাকা পাওয়ার জন্য ইন্সট্যান্ট উইথড্রয়াল এবং ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে টাকা পাওয়ার জন্য রেগুলার উইথড্রয়াল। চলুন দেখে নিই, কিভাবে Pathao Pay Merchant অ্যাপ থেকে টাকা উত্তোলন করবেন।

ইন্সট্যান্ট উইথড্রয়াল (সাথে সাথে টাকা উত্তোলন)

১। Pathao Pay Merchant অ্যাপ চালু করুন এবং সাইন ইন করুন।

২। ড্যাশবোর্ড থেকে ‘উইথড্র  মানি’ অপশনটি ট্যাপ করুন।

৩।  ‘ইন্সট্যান্ট’ অপশন সিলেক্ট করুন, যেন টাকা সাথে সাথে পেয়ে যান।

৪।  আপনার অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের মধ্যে উত্তোলনের পরিমাণ লিখুন। (সর্বনিম্ন উত্তোলনের পরিমান ৫০ টাকা)

৫। লেনদেনের বিবরণ, চার্জসহ সবকিছু ভালো করে দেখে কনফার্ম করুন।

৬। পাঠাও পে-এর পাসওয়ার্ড এবং OTP সাবমিট করুন

ব্যস, হয়ে গেলো! সফল উত্তোলনের একটি মেসেজ আসবে এবং আর সাথে সাথে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

রেগুলার উইথড্রইয়াল (২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উত্তোলন)

১। Pathao Pay Merchant অ্যাপ চালু করে সাইন ইন করুন।

২। ড্যাশবোর্ড থেকে ‘উইথড্র  মানি’ অপশনটি ট্যাপ করুন।

৩।  ‘রেগুলার’ অপশনটি সিলেক্ট করুন।

৪। আপনার অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের মধ্যে উত্তোলনের পরিমাণ লিখুন। (সর্বনিম্ন উত্তোলনের পরিমান ৫০০ টাকা)

৫। লেনদেনের বিবরণ, চার্জসহ সবকিছু ভালো করে দেখে কনফার্ম করুন।

৬। পাঠাও পে-এর পাসওয়ার্ড এবং OTP সাবমিট করুন 

৭। আপনার টাকা রেগুলার প্রসেসিং সময়ের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে।

আজই InstaPay চালু করুন এবং Pathao Pay Merchant অ্যাপের মাধ্যমে ব্যবসায়ের টাকা সহজেই উত্তোলন করুন।