খাবার ফ্রেশ রাখতে ফুডম্যানদের জন্য কিছু সহজ টিপস
- পাঠাও ফুড
- অক্টোবর 17, 2024
পাঠাও ফুড-এ আমরা চাই কাস্টমাররা যেন সবসময় মজাদার ও ফ্রেশ খাবার পেয়ে থাকেন। আর একজন পাঠাও ফুডম্যান হিসেবে, কাস্টমারের কাছে ফ্রেশ খাবার ডেলিভার করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই সময়মতো ফ্রেশ ফুড ডেলিভারি করার কিছু সহজ টিপস-
খাবার রাখুন সঠিক ব্যাগে
খাবার ফ্রেশ রাখতে, পাঠাও ফুড থেকে দেওয়া থার্মাল ব্যাগ ব্যবহার করুন। এই থার্মাল ব্যাগগুলো গরম খাবার গরম আর ঠান্ডা খাবার ঠান্ডা রাখে। এই থার্মাল ব্যাগগুলো গরম খাবার গরম আর ঠান্ডা খাবার ঠান্ডা রাখে। এই ব্যাগের বিশেষ স্তর খাবারের তাপমাত্রা ধরে রাখে আর তাই খাবার থাকে ফ্রেশ।
ফুড পৌঁছে দিন ফাস্ট ডেলিভারিতে
খাবার ফ্রেশ রাখতে সময়মতো ডেলিভারি করা খুবই জরুরি। আপনি যত দ্রুত ডেলিভারি করবেন, খাবার ততই ভালো থাকবে। আপনি যদি এলাকা চিনে থাকেন, তাহলে শর্টকাট দিয়ে দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, আপনি তত পাঠাও বাংলাদেশের সেরা খাবার ডেলিভারি সার্ভিস হিসেবে তার সুনাম ধরে রাখতে সাহায্য করবেন।
ঠিকভাবে প্যাকিং করুন
খাবার সঠিকভাবে প্যাক করা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকনা ভালোভাবে লাগানো আছে কি না, আর প্যাকেটগুলো সোজা আছে কি না, তা দেখে নিন। স্যুপ বা ঝোলের মতো খাবারের জন্য ঢাকনা ভালো করে লাগানো আছে কি না, তা ভালো করে চেক করুন, যাতে খাবার বের না হয়ে যায়। এই সহজ উপায়ে খাবার ঠিকমতো কাস্টমারের কাছে পৌঁছাবে।
খাবার ডেলিভারির সহজ টিপস
দূরের ডেলিভারির সময় খাবার কীভাবে রাখছেন, তা খেয়াল করুন। ভারী খাবারগুলো নিচে আর হালকা খাবারগুলো উপরে রাখুন, যেন নরম খাবার চাপা না পড়ে। তাপমাত্রা ঠিক রাখতে, গরম ও ঠান্ডা খাবার একসাথে না রেখে আলাদা রাখুন। এই ছোট ছোট টিপসগুলো খাবার ভালোভাবে পৌঁছাতে সাহায্য করবে।
যেকোনো আবহাওয়ায় সতর্ক থাকুন
বাংলাদেশের আবহাওয়া বেশ অনিশ্চিত, তাই একজন ফুডম্যান হিসেবে আপনাকে সব সময় রেডি থাকতে হবে। গরমে খাবার তাড়াতাড়ি নষ্ট হতে পারে, আর বর্ষায় খাবার শুকনো রাখতে কিছু ব্যবস্থা নিতে হতে পারে। আপনার খাবারের ব্যাগ ওয়াটারপ্রুফ বা জলরোধী কি না তা চেক করুন, যাতে বৃষ্টিতে খাবার নষ্ট না হয়। আর খাবার বেশি গরম হতে না দিতে সরাসরি রোদে রাখবেন না।
পাঠাও ফুড-এর মাধ্যমে ফ্রেশ খাবার ডেলিভারি করা আমাদের প্রতিশ্রুতি। আমরা সবসময় চেষ্টা করি নিরাপদ ও ফাস্ট ডেলিভারির মাধ্যমে কাস্টমারের কাছে ফ্রেশ খাবার পৌঁছে দেওয়া। এই সহজ টিপসগুলো মেনে চলে, পাঠাও ফুড-এর সাথে কাস্টমারের কাছে মজাদার ও ফ্রেশ খাবার ডেলিভার করুন।