২০২৪-এর ৫টি সেরা বাংলাদেশি ক্লাউড কিচেন
- পাঠাও ফুড
- সেপ্টেম্বর 5, 2024
বাংলাদেশে ডাইন ইন-এর নতুন ট্রেন্ড হয়ে উঠেছে ক্লাউড কিচেন। এই নতুন ধরনের কিচেনগুলো যেমন সুবিধাজনক তেমনি তাদের মজাদার সব খাবারগুলো দেশের সবচেয়ে জনপ্রিয় ও দ্রুত ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও ফুড পৌঁছে দেয় আপনার দোরগোড়ায়। আর তাই, ২০২৪-এর সেরা ৫টি ক্লাউড কিচেন থেকে ট্রাই করতে পারেন মজাদার সব খাবার।
Fatman Burgers
আপনি যদি ভালো বার্গার পছন্দ করেন, তাহলে Fatman Burgers আপনার জন্য পারফেক্ট। তাদের শহুরে স্টাইলে বানানো টেন্ডার ও জুসি বার্গারগুলো যেন প্রতি বাইটে অন্যরকম এক অভিজ্ঞতা দেয়। Fatman Burgers এখন বাংলাদেশের অন্যতম সেরা ক্লাউড কিচেন।
Open Tea Bioscope
এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সাথে গরম গরম শিঙাড়া, এর থেকে কমফোর্ট ফুড যেন আর হয়ই না! আর এই অনুভূতিকেই নতুনভাবে চাঙা করে তুলেছে Open Tea Bioscope. তাদের বিভিন্ন ফ্লেভারের শিঙাড়া আর চা এই ক্লাসিক কম্বোকে আরও আকর্ষণীয় করে তোলে। চা ও শিঙ্গাড়া লাভারদের জন্য Open Tea Bioscope সেরা স্ন্যাকস অপশন।
Wrap Trap
আপনি যদি দ্রুত কিন্তু ফ্লেভারে ভরপুর কিছু খেতে চান তাহলে Wrap Trap আপনার জন্য বেস্ট অপশন। তাদের ফ্লেভারফুল Nasi Goreng যেমন সেরা তেমনি বিভিন্ন ধরণের ফিলিংসের র্যাপগুলো যাতায়াতের সময় খাওয়ার জন্যও পারফেক্ট। তারা তাদের এই মজাদার আইটেমগুলোর জন্য ইতিমধ্যে সেরা ফাস্ট ফুড ডেলিভারির তালিকায় জায়গা করে নিয়েছে।
Dumplings of Fury
আপনি যদি ডাম্পলিং পছন্দ করে থাকেন, তাহলে Dumplings of Fury আপনার অর্ডারের শীর্ষে থাকা উচিত। তাদের ফ্লেভারফুল মেনুতে ফ্রাইড এবং স্টিমড দুই ধরণের ডাম্পলিংই পেয়ে যাবেন। প্রতি বাইটেই মন ভরে তোলার মতো খাবারগুলো তাদের ২০২৪-এ সেরা ক্লাউড কিচেনগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে।
Love Triangle
সাধারণ শিঙাড়াকে অসাধারণ করে তুলেছে Love Traigle. এখানে পেয়ে যাবেন কলিজা শিঙাড়া, পিজ্জা শিঙাড়া আর চিজ বার্গার শিঙ্গাড়ার মতো মজাদার সব ফিউশন শিঙ্গাড়া। তারা খুব দ্রুত জনপ্রিয় ক্লাউড কিচেনগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।
Cloud Kitchens vs Traditional Kitchens
খাবারের জগতে ক্লাউড কিচেন নিয়ে এসেছে কনভিনেয়ন্স, মজাদার খাবারগুলো এখন রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন যেকোনো জায়গায়। তারা বাংলাদেশের সেরা অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের বড় অংশ হয়ে উঠছে। ২০২৪ সালে এটা নিশ্চিত যে ক্লাউড কিচেন, ট্রেডিশনাল ডাইনিং থেকে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার কারনে খুব দ্রুত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।
আপনি যদি এবছর নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে আপনার জন্য আছে ক্লাউড কিচেন। তাদের ভিন্ন ধরণের ফ্লেভার, কনভিনিয়েন্স ও ক্রিয়েটিভিটি ফুড ডেলিভারিকে আরও এক্সাইটিং করে তোলে। সেরা ফুড ডেলিভারি সার্ভিস Pathao Food-এর সাথে ঢাকায় সেরা খাবার ঘরে বসেই পেতে এখন আর কোনো ঝামেলা নেই। তাই দেরি না করে, এই ক্লাউড কিচেনগুলো একবার ট্রাই করুন, ভালোই লাগবে!