দেশি খাবার উপভোগ করুন পাঠাও ফুড-এ
- পাঠাও ফুড
- আগস্ট 26, 2024
বাঙালিদের কাছে দেশি খাবারের জনপ্রিয়তা সবসময়ই অনেক বেশি থাকে। যেকোনো অনুষ্ঠান কিংবা দাওয়াতেও দেশি খাবারই পছন্দের তালিকায় থাকে প্রথমেই। আর সেই দেশি খাবারের স্বাদ সবসময় আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পাশে আছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি সার্ভিস পাঠাও ফুড। টপ ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলোর সাথে পার্টনারশিপে পাঠাও ফুড-এর বেস্ট সব দেশি খাবারের কালেকশন থেকে অর্ডার করতে পারবেন আপনার পছন্দেরটি।
দেশি খাবারের বিশাল সমাহার
দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারগুলোই মূলত দেশি বা বাঙালি ট্রেডিশনাল খাবার হিসেবে পরিচিত। ভাপা ইলিশ থেকে শুরু করে বিরিয়ানি সব খাবারগুলোই যেন এক একটি গল্প। পাঠাও ফুড-এর দেশি মেনুতে আছে এই ঐতিহ্যবাহী খাবারগুলো, যেন ইচ্ছে হলেই বিভিন্ন জেলার সেরা বাংলা খাবারগুলো উপভোগ করতে পারেন সহজেই।
অর্ডার করলেই দেশি খাবার আপনার দোরগোড়ায়
ঢাকার সব টপ ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন পাঠাও ফুড-এ। হোক বিরিয়ানি, কাচ্চি, কালা ভুনা, মেজবানি গোস্ত কিংবা চুই ঝাল সবই পেয়ে যাবেন এক ক্লিকে। এলাকাভেদে কিছু টপ ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলোর মধ্যে আছে,
মোহাম্মদপুরে – Bangaliana Bhoj, Chatgaiya Food Zone, Bheja Fry;
বসুন্ধরায় – Jhawbon Classic Restaurant, Bangaliana Bhoj, Mezzan Haile Aaiun, Mezban, Shahi Khana Pina;
ধানমন্ডি ও কলাবাগানে – Kasundi Restora, Shodeshi, UTSHOB, Ashta Banjan, Bangaliana Bhoj;
উত্তরায় – Mejbani Khana, Ashta Banjan, Traditional Taste, Shiraj Chui-Gosh;
গুলশান ও বনানীতে – UTSHOB, Chittagong Bull, Paturi, Shiraj Chui-Gosh, Khushboo Restaurant, Mezzan Haile Aaiun, Pagla Baburchi সহ আরও অনেক ট্রেডিশনাল রেস্টুরেন্ট।
এছাড়া ফিট থাকতে হেলদি ফুড সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
পাঠাও ফুড-এর লার্জেস্ট ফুড কালেকশন ও কুইক ডেলিভারির জন্য সুপরিচিত। তাই দেরি না করে এখনই পাঠাও অ্যাপ ডাউনলোড করুন এবং মজাদার সব দেশি খাবার অর্ডার করে উপভোগ করুন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।