পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ফুড-এ স্টুডেন্ট ফ্রেন্ডলি ফুড ডিলস

পাঠাও ফুড-এ স্টুডেন্ট ফ্রেন্ডলি ফুড ডিলস

স্টুডেন্টরা সবসময় তাদের ডেইলি খরচগুলো বাজেটের মধ্যেই কভার করতে চায়। এজন্য তারা বাজেটের মধ্যেই মিল ডিলসগুলো খুঁজে থাকে। তাই, স্টুডেন্টদের লাইফকে আরেকটু ইজি করতে দেশের বেস্ট ফুড ডেলিভারি সার্ভিস পাঠাও ফুড  নিয়ে আসে একটি স্পেশাল ক্যাম্পেইন যেখানে তারা বাজেটের মধ্যেই পছন্দের সব খাবার এফোর্ড করতে পারবে। টপ রেস্টুরেন্টগুলোর সাথে পার্টনারশিপে বাজেটের মধ্যে বেস্ট সব ফুড কালেকশন সহ পাঠাও ফুড-এর এই ক্যাম্পেইন স্টুডেন্ট ফ্রেন্ডলি ফুড ডিলস

কনভেনিয়েন্টলি অ্যাফোর্ডেবল

বাজেট ফ্রেন্ডলি দাম এবং কনভেনিয়েন্সের জন্য পাঠাও ফুড সবার কাছে জনপ্রিয়। হোক লেইট নাইট স্ন্যাকস কিংবা ক্লাসের মাঝে একটা কুইক মিল, পাঠাও ফুড থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন দারুণ সব মিল ডিলস। ট্রেডিশনাল ফুড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ফাস্ট ফুড ডিলস সবই আছে পাঠাও ফুড-এ। তাই আপনার টেস্ট বাড অনুযায়ী ডিফরেন্ট সব ফুড ট্রাই করতে পারবেন।

প্রোমো কোডস এবং অফারস

পাঠাও ফুড-এ আছে প্রোমো কোডস এবং স্পেশাল অফারস, যা ব্যবহার করে আপনি আরও কম দামে মিলস এনজয় করতে পারবেন। রেগুলার ডিসকাউন্টস-এর মাধ্যমে স্টুডেন্টরা তাদের পছন্দের সব ফুডস  এনজয় করতে পারবেন খুব সহজেই।

এলাকা ভিত্তিক বাজেট ফ্রেন্ডলি মিলস

ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোর এক্সক্লুসিভ সব ডিস্কাউন্টেড ডিলসের পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি মিলস উপভোগ করুন পাঠাও ফুড-এ। এখান থেকে আপনি আপনার এলাকা অনুযায়ী পছন্দের রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারবেন।

উত্তরা

পাঠাও ফুড-এ উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে আছে বাজেট মিল ডিলস। যেমন,  তেহারি মিলস ১৩০ থেকে ২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন Hazi Biryani, Tehari Ghar, Food Paradise, Amish Niramish, Banglar Shad -এ; পাশাপাশি  সেট মেন্যু মিলস ১৩০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন Eggspectation, Shireen’s Kitchen, Crush Station, Kudos, Skytop Lounge & Cafe, The Food Fantasy, Khatir, The Rice Bowl, Z Kitchen, Food land সহ পাঠাও ফুড-এর আরও  অনেক রেস্টুরেন্টে । এছাড়াও  পাঠাও ফুড-এ রেগুলার ডিসকাউন্ট তো আছেই! 

ধানমন্ডি ও কলাবাগান

ধানমন্ডি ও কলাবাগানের বিভিন্ন রেস্টুরেন্টে পাঠাও ফুড-এ আছে দারুণ সব বাজেট মিলস। যেমন, পিজ্জা ও মিট বক্স মিলস ১৯০ থেকে ২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন Munch Station, Street Oven, Pizzawala, Pizza Garage; পাশাপাশি সেট মেন্যু মিলস ১৭০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন Cafe Burgatory, Crush Station, Khana’s, Yo MoMo, Cafe Appeliano,  Ling Jing Chinese Restaurants, The Dhaka, Dunk n Dine, Quick Bite, Delicious Morsel, Zahra’s Kitchen, Foodieco সহ পাঠাও ফুড-এ আরও  অনেক রেস্টুরেন্টে । এছাড়াও  পাঠাও ফুড-এ রেগুলার ডিসকাউন্ট তো আছেই! 

মোহাম্মদপুর

পাঠাও ফুড-এ মোহাম্মদপুরের বিভিন্ন রেস্টুরেন্টে আছে বাজেট মিল ডিলস। যেমন,  পিজ্জা মিলস ১৯০ থেকে ২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন Oasis, Pizza Dot Com, Feast & Fiesta PIZZARO, Pizza Swag -এ; পাশাপাশি সেট মেন্যু মিলস ১৭০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন Belly Full, Pizza Square, Babu Bhai er Ranna Ghor, Putul Babur Rannaghor, Lunch And Dinner Kitchen, Kudos, Fu King Chinese & Restaurant সহ পাঠাও ফুড-এ আরও  অনেক রেস্টুরেন্টে । এছাড়াও  পাঠাও ফুড-এ রেগুলার ডিসকাউন্ট তো আছেই! 

খিলগাঁও

পাঠাও ফুড-এ খিলগাঁও’র বিভিন্ন রেস্টুরেন্টে আছে বাজেট মিল ডিলস। যেমন,  পিজ্জা মিলস  ২২০ থেকে ৩৫০ টাকার মধ্যে  পেয়ে যাবেন Digger, Cowboy Pizza, Live Pizza, Pizzarian, Pizza Panda, Pizza Del Nord-এ; পাশাপাশি  সেট মেন্যু মিলস ১৭০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন  Rice Bowl Factory, Burger & Boost, Chapani, Maksuda’s Kitchen, BFC, Kudos, Cielo Rooftop সহ পাঠাও ফুড-এ আরও  অনেক রেস্টুরেন্টে । এছাড়াও  পাঠাও ফুড-এ রেগুলার ডিসকাউন্ট তো আছেই! 

বসুন্ধরা

বসুন্ধরার বিভিন্ন রেস্টুরেন্টে পাঠাও ফুড-এ আছে বাজেট মিল ডিলস। যেমন, পিজ্জা ও মিট বক্স  মিলস ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন Honey Mustard, Meat Craft, Steak Food, Meet n’ Greet, Good Time, Street Oven, Cheese Loaded-এ; পাশাপাশি  সেট মেন্যু মিলস ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন Tasty Treat, Salt N Pepper, Meal Deal, Burger Xpress, BD Bites, Flamer Den, Food Delight, Breaktime সহ পাঠাও ফুড-এ আরও  অনেক রেস্টুরেন্টে । এছাড়াও  পাঠাও ফুড-এ রেগুলার ডিসকাউন্ট তো আছেই! 

গুলশান ও বনানী

পাঠাও ফুড-এ গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে আছে বাজেট মিল ডিলস। যেমন,  পিজ্জা ও মিট বক্স  মিলস ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন Wrap Trap, Le Pizzaiolo, Le Pizza Le MoMo, Pizzawala, পাশাপাশি  সেট মেন্যু মিলস ১৮০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন B.K. Restaurant, Muslim Biryani House, UTSHOB, Tarka, Cielo Rooftop Thu Munch Station, Shuruchi Khabar Ghor, CFC, GPR, AL Kareem সহ পাঠাও ফুড-এ আরও  অনেক রেস্টুরেন্টে । এছাড়াও  পাঠাও ফুড-এ রেগুলার ডিসকাউন্ট তো আছেই! 

পাঠাও ফুড-এর কুইক ডেলিভারির জন্য সুপরিচিত। স্টুডেন্টরা সবসময় টাইট শিডিউলে থাকার কারণে এই সার্ভিসের মাধ্যমে অনেক লাভবান হয়ে থাকে। পাঠাও ফুড-এর ডেলিভারি চার্জ রিজনেবল হওয়ায় স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট।  তাই দেরি না করে এখনই পাঠাও অ্যাপ ডাউনলোড করুন এবং বাজেট ফ্রেন্ডলি মজাদার সব খাবার অর্ডার করে উপভোগ করুন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

পাঠাও