পাঠাও কার-এ রাইড দিয়ে জিতুন ৩২ ইঞ্চি LED টিভি!
- পাঠাও কার
- এপ্রিল 18, 2024
রাইড দিয়ে করুন বাজিমাত!
এপ্রিল-মে মাসে সর্বোচ্চ সংখ্যক রাইড দিয়ে ১০ জন পাঠাও ক্যাপ্টেন জিতে নিতে পারবেন MyChoice এর ৩২ ইঞ্চি স্মার্ট LED টিভি, রাইস কুকার, ব্লেন্ডার সহ প্রায় দুই লক্ষ টাকার আকর্ষণীয় সব পুরস্কার। এপ্রিল ১৮, ২০২৪ থেকে মে ১৭, ২০২৪ পর্যন্ত যত রাইড দিবেন বাড়তে থাকবে আপনার পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। তাই দেরি না করে রাইড শুরু করে দিন।
পুরস্কার হিসেবে থাকছে:
১ম পুরস্কার | MyChoice এর ৩২ ইঞ্চি ডাবল গ্লাস LED টিভি |
২য় পুরস্কার | MyChoice এর ৩২ ইঞ্চি LED টিভি |
৩য় পুরস্কার | MyChoice এর ২৪ ইঞ্চি সিঙ্গেল গ্লাস স্মার্ট LED টিভি |
৪র্থ পুরস্কার | MyChoice এর ২৪ ইঞ্চি সিঙ্গেল গ্লাস LED টিভি |
৫ম ও ৬ষ্ঠ পুরস্কার | MyChoice এর রাইস কুকার |
৭ম ও ৮ম পুরস্কার | MyChoice এর ব্লেন্ডার |
৯ম ও ১০ম পুরস্কার | MyChoice এর টেবিল ফ্যান |
শর্তাবলিঃ
১। ক্যাম্পেইন চলবে এপ্রিল ১৮, ২০২৪ থেকে মে ১৭, ২০২৪ পর্যন্ত।
২। বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
৩। পাঠাও বিজয়ীদের সাথে সরাসরি যোগাযোগ করবে।
৪। পাঠাও যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
৫। পাঠাও-এর এমপ্লয়িরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না।
বিঃ দ্রঃ
কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ক্যাপ্টেন এর অংশগ্রহণ বাতিল করা হবে।