কিভাবে পাঠাও এর বকেয়া পরিশোধ (ডিউ অ্যাডজাস্ট) করবেন?
- ডিজিটাল পেমেন্ট
- মার্চ 28, 2019
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2019/03/Blog-cash-out1200x628-2-1024x536.jpg)
পাঠাও এর সাথে থাকতে সময়মতো বকেয়া পরিশোধ করুন!
বিকাশের মাধ্যমে বকেয়া পরিশোধ বা ডিউ অ্যাডজাস্ট করার পদ্ধতিঃ
১. আপনার ফোন থেকে *২৪৭# ডায়াল করুন।
২. পেমেন্ট সিলেক্ট করার জন্য মেন্যু থেকে ‘৩’ চাপুন।
৩. পাঠাও মার্চেন্ট বিকাশ নাম্বার (০১৮৭৮১৮৭৭২৪) টাইপ করুন।
৪. এবার বকেয়া টাকার পরিমাণ টাইপ করুন।
৫. রেফারেন্স অপশনে গিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার (যে নাম্বার দিয়ে পাঠাও একাউন্টে রেজিস্ট্রেশন করা হয়েছে) টাইপ করুন।
৬. কাউন্টার নাম্বার হিসেবে ‘১’ দিন।
৭. মেন্যু থেকে আপনার বিকাশ পাসওয়ার্ড/পিন নাম্বার টাইপ করুন এবং এর মাধ্যমে আপনার বকেয়া পরিশোধ হয়ে যাবে।
৮. পেমেন্ট শেষ হলে আপনি একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।
মনে রাখবেন, রেফারেন্স অপশনে আপনার সঠিক রেজিস্টার্ড মোবাইল নাম্বার টাইপ করতে হবে, অন্যথায় আপনার বকেয়া পরিশোধিত হবেনা। আপনার রেজিস্টার্ড নাম্বারটি আপনার অ্যাপ এর প্রোফাইলে দেখতে পাবেন।
ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বকেয়া পরিশোধ বা ডিউ অ্যাডজাস্ট করার পদ্ধতিঃ
১. ডিজিটাল পেমেন্ট ক্রেডিট ব্যালেন্স আছে কিনা চেক করুন
২. ‘Adjust Due’/’ডিউ পরিশোধ’ বাটন ক্লিক করুন
৩. কত পরিমাণ ডিউ অ্যাডজাস্ট করতে চান লিখুন
৪. এরপর আপনার ৪ ডিজিটের গোপন পিন টাইপ করে কনফার্ম করুন
রকেটের মাধ্যমে বকেয়া পরিশোধ বা ডিউ অ্যাডজাস্ট করার পদ্ধতিঃ
১. প্রথমে *৩২২# ডায়াল করুন।
২. মেন্যু থেকে ‘১’ চাপুন এবং তারপর Send চাপুন।
৩. এবার মেন্যু থেকে ‘বিল পে’ সিলেক্ট করুন এবং ‘১’ প্রেস করে Send চাপুন।
৪. বিলার আইডিতে ‘২১৭১’ দিয়ে Send চাপুন।
৫. বিল নাম্বারে গিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার (যে নাম্বার দিয়ে পাঠাও একাউন্টে রেজিস্ট্রেশন করা হয়েছে) টাইপ করুন এবং Send চাপুন।
৬. এবার বকেয়া টাকার পরিমাণ টাইপ করুন।
৭. মেন্যু থেকে আপনার রকেট পিন নাম্বার টাইপ করুন।
৮. পেমেন্ট শেষ হলে আপনি একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।
মনে রাখবেন, রেফারেন্স অপশনে আপনার সঠিক রেজিস্টার্ড মোবাইল নাম্বার টাইপ করতে হবে, অন্যথায় আপনার বকেয়া পরিশোধিত হবেনা। আপনার রেজিস্টার্ড নাম্বারটি আপনার অ্যাপ এর প্রোফাইলে দেখতে পাবেন।
আপনাদের সকলের প্রচেষ্টার ফলে আপনাদের সবার প্রিয় ‘পাঠাও’ খুব অল্প সময়ের মাঝে অর্জন করে নিয়েছে লাখো মানুষের আস্থা।পাঠাও এখন হাজারো রাইডার এবং ক্যাপ্টেন এর বাড়তি উপার্জনের উৎস, যেখানে রয়েছে স্বাধীন এবং স্বাচ্ছন্দময়ভাবে রাইড শেয়ার করার সুযোগ।একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মনোভাব এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই ডিজিটাল প্লাটফর্ম। যেখানে প্রতিটি রাইডে আয়ের বেশিরভাগ অংশই পাবে পাঠাও হিরোরা এবং সার্ভিস মেইন্টেনেন্স এর জন্য সামান্য একটি অংশ পাবে পাঠাও। এই কমিশন পাঠাও কে পরিশোধ করতে পারবেন আপনার বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে; খুবই কম সময়ে এবং নিশ্চিন্তে। পাঠাও প্লাটফর্মের উন্নতির জন্য এই কমিশন পরিশোধ করা খুবই গুরুত্বপুর্ণ।
পাঠাও কে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনার অবদান আমাদের কাছে অমূল্য। আমরা বিশ্বাস করি আপনার এবং আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো।