সিলেটের রাইডার, কোয়েস্ট অফ লাভ জিতুন পাঠাও এর সাথে!
- প্রোমোশনসমূহ
- ফেব্রুয়ারি 8, 2019
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে আপনার জন্য পাঠাও নিয়ে এলো স্পেশাল অফার
ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করুন আকর্ষণীয় ক্যান্ডেল লাইট ডিনারে আপনার প্রিয়জনের সাথে এবং এই অসাধারণ অভিজ্ঞতাটি হবে পুরোটাই পাঠাও এর উপহার।
“কোয়েস্ট অব লাভ” অফারে আমরা সুযোগ দিচ্ছি আপনার প্রিয়জনকে নিয়ে অবিস্মরণীয় একটি ডিনারের সুযোগ। এই প্রতিযোগিতা জেতার জন্য আপনাকে ১২ ফেব্রুয়ারির মধ্যে আপনাকে পূরণ করতে হবে কমপক্ষে ২০টি মোটরসাইকেল রাইড।
শর্তাবলী –
১ – এই প্রতিযোগিতাটি শুধুমাত্র সিলেটের রাইডারদের জন্য। ঢাকা ও চট্টগ্রামের জন্য চলছে আলাদা ক্যাম্পেইন।
২ – প্রতিযোগিতার প্রথম অংশ শেষ করার পর রাইডারগন আমাদের বিজয়ী বাছাই করার প্রক্রিয়ায় মনোনীত হবেন। মনোনীতদের মধ্যে থেকে তিনজন ভাগ্যবান বিজয়ী হবেন ঘোষনা করা হবে।
৩ – প্রতারণামূলক কোন কার্যক্রম গ্রহনযোগ্য নয় এবং এর ফলে আপনি প্রতিযোগীতা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন।
৪ – যেকোনো প্রতিযোগী বা বিজয়ীকে বাতিল করার এবং প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন করার অধিকার পাঠাও কর্তৃপক্ষ রাখে।