ইউজার রেফার করে, সিলেটে আয় হোক ইচ্ছেমতো!
- প্রোমোশনসমূহ
- ডিসেম্বর 3, 2018
এক্সট্রা ইনকামের উপায় খুঁজছেন? তাহলে সিলেটে পাঠাও আপনার জন্য নিয়ে এলো এক অসাধারণ সুযোগ। ইউজার রেফার করুন আর ইচ্ছেমত আয় করুন।যেই নাম্বারটি দিয়ে আপনি আপনার ড্রাইভার অ্যাকাউন্টটি খুলেছেন সেই একই নাম্বার দিয়ে একটি ইউজার অ্যাকাউন্ট খুলুন। প্রাথমিকভাবে এই ক্যাম্পেইনটি ১৫ দিন চলবে এবং একজন ড্রাইভার যত জন খুশী ইউজারকে রেফার করতে পারবেন। ক্যাম্পেইনটি ৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পুরষ্কারটি হচ্ছে,একজন ড্রাইভার একজন ইউজার এর জন্য ১২০ টাকা পাবেন,কিন্তু সেই ইউজারকে রেজিস্ট্রেশন এর ১৫ দিনের মধ্যে ৪টি ট্রিপ সম্পন্ন করতে হবে। সুতরাং একজন ইউজার এর প্রতি ট্রিপ এর জন্য ড্রাইভার ৩০ টাকা করে পাচ্ছেন। এভাবে প্রতিজন ইউজারকে রেফার করলেই পাবেন ১২০ টাকা, তাই মাত্র ১০ জন ইউজারকে রেফার করেই পাবেন ১২০০ টাকা এবং এভাবেই যত বেশি ইউজারদের রেফার করা হবে তত বেশি আয়। ড্রাইভার কোন ধরণের প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকলে তার জন্য এই রেফারেল বোনাস প্রযোজ্য হবে না। প্রতি সপ্তাহের শেষে গণনা করা হবে একজন ড্রাইভার কতজন ইউজারকে ট্রিপ প্রদান করেছেন এবং এদের মধ্যে কতজন ইউজার ৪টি ট্রিপ নিয়েছেন। চূড়ান্ত ভেরিফিকেশন এর মাধ্যমে সাপ্তাহিক পেমেন্ট প্রদান করা হবে। যদি এক সপ্তাহের মধ্যে ১২ জন ইউজারকে ট্রিপ দেয়া হয় এবং তাদের মধ্যে ৮ জন ইউজার তাদের ৪টি ট্রিপ সম্পন্ন করেছেন এবং সবকটি শর্তাবলি বজায় রেখেছেন,তাহলে সেই ৮ জন জন্য ইউজার এর জন্য ড্রাইভারকে সেই সপ্তাহে অর্থ প্রদান করা হবে যার পরিমান ৯৬০ টাকা। অন্য ৪ জন ব্যবহারকারীকে পরের সপ্তাহে গণনা করা হবে যদি তারা তাদের ৪টি ট্রিপ সম্পূর্ণ করে।
শর্তাবলীঃ
১। রেফারকারি ড্রাইভারের অবশ্যই পাঠাও তে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং পূর্বে পাঠাও এর সাথে অন্তত ১টি রাইড প্রদানকারী হতে হবে।
২। যেই নাম্বারটি দিয়ে আপনি আপনার ড্রাইভার অ্যাকাউন্টটি খুলেছেন সেই একই নাম্বার দিয়ে ইউজার অ্যাকাউন্ট খুলুন।
৩। রেফারকারি ড্রাইভারের সাথে উক্ত ইউজার কোন রাইড গ্রহণ করতে পারবে না।
৪।একজন ড্রাইভারকে তার ইউজার অ্যাপের রেফারেল কোড ব্যবহার করে ইউজারকে ট্রিপ প্রদান করতে হবে।
৫। একজন ড্রাইভার ক্যাম্পেইনের নির্ধারিত সময়ের মধ্যে যতজন খুশি ততজন ইউজারকে ট্রিপ প্রদান করতে পারবেন। কিন্তু পুরষ্কারের জন্য যারা নির্ধারিত ১৫ দিনের মধ্যে ৪টি ট্রিপ সম্পন্ন করেছেন শুধুমাত্র সেই ইউজারদেরকেই গণনা করা হবে।
৬। প্রতি সপ্তাহের শেষে গণনা করা হবে একজন ড্রাইভার কতজন ইউজারকে ট্রিপ প্রদান করেছেন এবং এদের মধ্যে কতজন ইউজার ৪টি ট্রিপ নিয়েছেন।
৭। ট্রিপটি সম্পন্ন করার সময় কোন রকম অপ্রত্যাশিত ইস্যু হয়েছিল কিনা তা আমরা ভেরিফাই করব।
৮। ট্রিপটি যদি কোন রকম অপ্রত্যাশিত ইস্যু ছাড়াই সম্পন্ন হয়ে থাকে, তবে প্রতিজন ইউজারকে রেফার করার জন্য পাবেন ১২০ টাকা, তাই মাত্র ১০ জন ইউজারকে রেফার করার জন্য পাবেন ১২০০ টাকা এবং এভাবেই যত বেশি ইউজারদের রেফার করা হবে তত বেশি আয়।
৯। ট্রিপ দেবার সময় যদি কোন ঝামেলা হয়ে থাকে তবে শুধুমাত্র ঝামেলামুক্ত ৪টি ট্রিপের জন্য ড্রাইভার পুরস্কৃত হবেন।
১০। যে ইউজারকে আপনি রেফার করবেন, তার নাম্বারে কোন ড্রাইভার অ্যাকাউন্ট থাকা যাবে না।