পাঠাও কার রেন্টাল: ট্রাভেল করুন সহজে এবং আরামে
- পাঠাও কার
- আগস্ট 12, 2024
প্রিয় পাঠাও কমিউনিটি,
পাঠাও নিয়ে এলো আরও একটি আকর্ষণীয় নতুন সার্ভিস পাঠাও কার রেন্টাল, যা আমাদের ইউজারদের ট্রাভেলিং জার্নিকে আরও বেশি আরামদায়ক করে তুলবে। পাঠাও কার-এর এই নতুন সার্ভিস পাঠাও কার রেন্টাল ইউজারদের অফার করছে কনভেনিয়েন্স, ফ্লেক্সিবল এবং রিলায়েবল ট্রাভেলিং এক্সপেরিয়েন্স দেওয়ার।
কেন পাঠাও কার রেন্ট করবেন?
পাঠাও কার রেন্টাল এই সার্ভিস দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন ব্যবস্থাকে কনভেনিয়েন্ট, এফোর্ডেবল এবং ডিপেন্ডেবল করার প্রতিশ্রুতি দেয়। আপনার কর্পোরেট প্রফেশনাল কাজে, একজন টুরিস্ট হিসেবে অথবা যেকোনো ট্রাভেলিং-এর প্রয়োজনে ট্রান্সপোর্টেশনের সল্যুশন নিয়ে পাশে আছে পাঠাও কার রেন্টাল। আমরা জানি কার রেন্টাল ইন্ডাস্ট্রিতে চালকদের সাথে ইউজরাররা কী কী ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন এবং আমরা নিশ্চিত করি পাঠাও কার রেন্টাল-এর ড্রাইভারদের সাথে ইউজাররা যেন এমন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন না হন। প্রতিটি কার-এর কোয়ালিটি নিশ্চিত করে, ট্রান্সপারেন্ট ভাড়া এবং ইউজার ফ্রেন্ডলি প্লাটফর্মের মাধ্যমে পাঠাও কার রেন্টাল আপনার কার রেন্টাল এক্সপেরিয়েন্সকে প্রিমিয়াম করে তোলে। ইউজারদের বিভিন্ন ধরণের প্রয়োজন অনুযায়ী পাঠাও কার এরই মধ্যে পাঠাও কার প্লাস, পাঠাও কার প্রাইম ও পাঠাও কার ম্যাক্স সার্ভিস দিয়ে থাকে। কোয়ালিটিফুল ও প্রিমিয়াম এই সার্ভিসগুলো ইউজারদের মাঝে ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কার রেন্টাল মার্কেটের প্রচুর চাহিদা থাকায় এই ইউজারদের জন্য পাঠাও কার এই রিলায়েবল নতুন সার্ভিস পাঠাও কার রেন্টাল-এর লঞ্চ করে।
ইউজারদের সুবিধা:
রাইড শেয়ারিং-এর সকল ফিচার
পাঠাও রাইড-শেয়ারিং ফিচারগুলোর জন্য যে কারনে ইউজারদের কাছে সুপরিচিত, সে সকল ফিচার পাঠাও কার রেন্টাল-এর ইউজাররাও উপভোগ করতে পারবেন। সেগুলোর মাঝে আছে সহজেই রিকোয়েস্ট ক্রিয়েশন, লাইভ লোকেশন শেয়ারিং, সেইফ ট্রিপের জন্য সেইফটি কভারেজ, ভাড়ার ব্যাপারে জানা, নিজের সুবিধামতো ভাড়া অফার করা এবং পছন্দমতো গাড়ি ও ড্রাইভার বেছে নেয়ার মতো ফিচারগুলো। পাঠাও কার রেন্টাল ব্যবহার করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে। এছাড়াও ইউজাররা তাদের কনভিনিয়েন্স ও প্রয়োজন অনুযায়ী ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ আগে থেকেই শিডিউল করে রাখতে পারবেন।
ট্রান্সপারেন্ট ভাড়া নির্ধারণ
ইউজাররা বেনিফিট হিসেবে ট্রান্সপারেন্ট, ফিক্সড ও ইনফর্মড প্রাইসিং সহ পাশাপাশি প্রয়োজনে ভাড়াও অফার করতে পারবেন। আমাদের বিডিং ফিচার ব্যবহার করে ইউজাররা পছন্দমতো কার সিলেক্ট ও ভাড়া অফার করতে পারবেন, যার মাধ্যমে সময় যেমন বাঁচবে তেমনি বিভিন্ন চালক ও কার রেন্টাল দোকানের সাথে ভাড়া দামাদামি করার ঝামেলায়ও পড়তে হবে না।
কোয়ালিটি নিশ্চিত করে পছন্দের গাড়ি সিলেক্ট করা
অন-বোর্ডিংয়ের সময় বেস্ট-কনডিশনড কার ও কোয়ালিটিফুল ড্রাইভারদের বাছাই করায় পাঠাও কার রেন্টাল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। তাই ইউজার পছন্দমতো কার ও ড্রাইভার সিলেক্ট করতে পারবেন কোনো চিন্তা ছাড়াই।
ড্রাইভারদের সুবিধা:
ইনকাম বাড়ানো এবং সঠিক ব্যবহার
ড্রাইভাররা তাদের প্রতিদিনের এবং মাসের ইনকাম হাই-ভ্যালু, লং ট্রিপস ও বিভিন্ন অপশনস যেমন ইনার-সিটি, ইন্টারসিটি এবং রেন্টাল টিপসের মাধ্যমে বাড়াতে পারবেন। পাঠাও কার রেন্টাল সবচেয়ে বেশি ব্যবহার এবং লাভজনকতা নিশ্চিত করে বিভিন্ন সার্ভিসের জন্য সল্যুশন দিয়ে থাকে।
রাইড বিডিং সুবিধা
ড্রাইভাররাও যদি মনে করেন ট্রিপ অনুযায়ী তিনি কাউন্টার ভাড়া অফার করতে চান তাহলে বিডিং মডালিটির মাধ্যমে তারাও অফার করতে পারবেন।
অগ্রিম শিডিউলড ট্রিপস
অগ্রিম শিডিউলড ট্রিপসের মাধ্যমে ড্রাইভাররা রাইডস ওয়েল প্ল্যানড এবং ফিক্সড ইনকাম করতে পারবেন।
দেশজুড়ে ট্রিপ এবং রিটার্ন ট্রিপ সুবিধা
ড্রাইভাররা দেশজুড়ে ট্রিপ দিতে এবং রিটার্ন ট্রিপে পিকআপ লোকেশনে ফেরত আসার সুযোগ পাবেন।
ফ্লিট মালিকদের সুবিধা
ফ্লিট মালিকরা পাঠাও-এর মাধ্যমে পাঠাও কার রেন্টাল-এ তাদের কার রেজিস্টার করতে পারবেন। এই সার্ভিসের মাধ্যমে ফ্লিট মালিকরা পাঠাও কার রেন্টাল সর্বোচ্চ ব্যবহার করে লাভবান হতে পারবেন। (শীঘ্রই আসছে)
ফিচার হাইলাইটস:
নিজের পছন্দ অনুযায়ী
আমাদের অ্যাপ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দমতো গাড়ি কার বেছে নিতে পারবেন।
ফ্লেক্সিবল বুকিং অপশনস
ট্রাভেল প্ল্যানসে ফ্লেক্সিবিলিটির প্রয়োজনীয়তা আমরা বুঝি। আমাদের অ্যাপের মাধ্যমে আপনি আপনার ওয়ান ওয়ে অথবা রিটার্ন সহ ট্রিপ বুক করতে পারবেন, নিজ থেকে ভাড়া অফার করতে পারবেন, কাউন্টার অফার পেলে তা নিজের পছন্দ অনুযায়ী একসেপ্ট বা রিজেক্ট করতে পারবেন।
বিডিং মডেল
পাঠাও কার-এর রেগুলার অন-ডিমান্ড কার সার্ভিসগুলোর মতো পাঠাও কার রেন্টাল-এ ও আছে বিডিং মডেল অফার। যা ড্রাইভারদের সিদ্ধান্তের উপর আরও নিয়ন্ত্রণ দেবে।
ভাড়া নির্ধারণের পদ্ধতি:
ন্যূনতম ভাড়া
ড্রাইভারদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে আমাদের একটি ন্যূনতম ভাড়া রয়েছে, যার জন্য প্রতিটি ট্রিপ ড্রাইভার এবং ইউজার উভয়ের জন্যই লাভবান হয়।
প্রতি কিলোমিটার ভাড়া
দূরত্ব যতটুকু ভাড়া প্রতি কিলোমিটার অনুযায়ী ততটুকু ধার্য করা হয়, যার মাধ্যমে ভাড়া ট্রান্সপারেন্ট থাকে দুই পক্ষের কাছেই।
বুকিং ফি
পাঠাও রেন্টাল সার্ভিস নিশ্চিত করতে এবং মেইনটেইনেন্স খরচ হিসেবে বুকিং ফি রাখা হয়েছে।
অতিরিক্ত ভাড়া
বডি ভাড়া
প্রতিটি কার-এর ধরণ অনুযায়ী একটি নির্দিষ্ট চার্জ রাখা হয়, ট্রান্সপারেন্সি এবং প্রেডিকটেবল ভাড়া ধার্য করার জন্য।
থাকার খরচ
যদি ট্রিপ একদিনের বেশি হয় তাহলে একটি এক্সট্রা চার্জ রাখা হয় যাতে ভাড়া ট্রিপ অনুযায়ী ন্যায্য হয়।
ভাড়ার ধরণ | কার প্লাস রেন্টাল | কার প্রাইম রেন্টাল | কার ম্যাক্স রেন্টাল |
নূন্যতম ভাড়া | ১০০০ | ১০০০ | ১০০০ |
প্রতি কিলোমিটার ভাড়া | ২৫.৫ | ২৯ | ৩৯ |
প্রতি মিনিট ভাড়া | ২ | ২.১ | ২.২ |
বডি ভাড়া | ৪০০ | ৬০০ | ৮০০ |
থাকার ভাড়া | ৬০ | ৭৫ | ৯০ |
কমপক্ষে থাকার ঘন্টা | ৬ | ৬ | ৬ |
নিরাপত্তা কভারেজ ফি | ১০০ | ১০০ | ১০০ |
বুকিং ফি | ১০০ | ১০০ | ১০০ |
জয়েন করুন আমাদের সাথে
মেনশন করা সকল সুবিধা উপভোগ করতে পাঠাও কার রেন্টাল-এর সাথে জয়েন করুন আজই। হোক সোলো অ্যাডভেঞ্চার কিংবা ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে ট্রিপ, আপনার ট্রাভেলিং জার্নিকে স্ট্রেস ফ্রি, স্মুথ ও কমফোর্টেবল করতে আমরা আছি আপনার পাশে। উপভোগ করতে ডাউনলোড করুন পাঠাও অ্যাপ আজই।
পাঠাও-এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!
বিনীত,
পাঠাও টিম