সকল পাঠাও রাইডে সেফটি কভারেজ কভারেজ
- নিউজরুম
- সেপ্টেম্বর 26, 2018
রাইডার, ইউজার ও ক্যাপ্টেনদের জন্য পাঠাও বিনামূল্যে দিচ্ছে সেফটি কভারেজ সেবা, দেশজুড়ে
প্রতিটি পাঠাও রাইডে এখন পাবেন সেফটি কভারেজ কভারেজ। পাঠাও আপনার সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিরলস কাজ করে যাচ্ছে, #MovingSafely প্রতিজ্ঞার সাথে।
সকল ইউজার, রাইডার ও ক্যাপ্টেন যারা পাঠাও বা পাঠাও ড্রাইভ অ্যাপ ব্যবহার করছেন তারা এই সেফটি কভারেজ এর আওতাধীন থাকবেন। আপনি ও আপনার আপনজন এখন যেকোন রকম সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি থেকে সুরক্ষিত থাকবেন। এই বীমার খরচ পাঠাও বহন করবে।
২৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকার এই ক্ষতিপূরণ সেফটি কভারেজ সেবার সার্ভিসগুলো ৪ ভাগে আছে –
- দুর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট
- দুর্ঘটনায় আহত হয়ে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়া
- দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া
- ন্যাচারাল ডেথ
ইউজার, রাইডার এবং ক্যাপ্টেনদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অর্থনৈতিক সাপোর্ট দিবে পাঠাও।
সেফটি কভারেজ কভারেজ-
দুর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট | ৳১০০,০০০.০০ |
দুর্ঘটনায় আহত হয়ে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়া | ৳১০০,০০০.০০ |
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া (ডে কেয়ার অক্ষমতা বেনিফিট) | ৳৫০,০০০.০০ |