আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!
- নিউজরুম
- মে 7, 2019
ভাবুনতো একদিন সকাল থেকে সন্ধ্যা আপনি আপনার স্বাভাবিক সব কাজকর্ম করেছেন। তারপর স্বাভাবিকভাবে আরেকটি নতুন দিনের সূচনা হয়েছে, কিন্তু এই সাধারণ পথচলার মধ্যে আপনি কারো ভবিষ্যত নির্মাণের বীজ বুনেছেন, তা জানেন কি? কিভাবে?
কারণ আপনি পাঠাও রাইড নিয়েছেন। আপনার নেয়া প্রত্যেকটি রাইড থেকে ১ টাকা জমা হচ্ছে ‘আকাশের’ ভবিষ্যত নির্মাণে।
পাঠাও’তে নেয়া প্রত্যেকটি রাইড থেকে ১টাকা দেয়া হবে সুবিধাবঞ্চিত কয়েকটি শিশুর পড়াশোনায়। আকাশ তাদের মধ্যে একজন। তার বাবা ছোট একটি দোকান চালান। অভাবের সংসার, অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও আকাশ স্বপ্ন দেখে বড় হয়ে সে পুলিশ অফিসার হবে। আমাদের একটি ছোট প্রচেষ্টা আকাশের স্বপ্ন ও ভবিষ্যতকে করতে পারে সুরক্ষিত ও নিশ্চিন্ত।