পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

Pathao Pay Merchant App থেকে টাকা তুলুন সহজেই!

Pathao Pay Merchant App থেকে টাকা তুলুন সহজেই!

InstaPay-তে পেমেন্ট Instantly পেয়ে গেছেন? চলুন জেনে নিই পাঠাও পে থেকে কীভাবে টাকা তুলবেন। 

১।  পাঠাও পে কুরিয়ার মার্চেন্ট অ্যাপ থেকে Pay Merchant ট্যাবে ক্লিক করুন।

২। রেজিস্টার্ড ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Log In করুন

৩।  Withdraw Money ট্যাবে ক্লিক করুন

৪। আপনার সুবিধামতো Withdraw Method সিলেক্ট করুন

৫। Amount ও Password দিয়ে Withdraw Money-তে ক্লিক করুন

৬। সফল উত্তোলনের একটি মেসেজ আসবে এবং আর সাথে সাথে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

৭। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে Withdraw Money ট্যাবে ক্লিক করুন

৮। Bank Account অ্যাড করুন

৯। প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে Submit করুন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হবে।

তাহলে আর দেরি কেন? আজই অ্যাক্টিভ করুন InstaPay আর ব্যবসা করুন নিশ্চিন্তে।