পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বেশি ৫ স্টার পেলেই জিতবেন গোল্ড

বেশি ৫ স্টার পেলেই জিতবেন গোল্ড

চলছে পাঠাও-এর সবচেয়ে Biggest Fair, Pathao Fest!  ১৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত পাঠাও ইউজারদের জন্য Pathao Fest নিয়ে এসেছে অ্যামেজিং সব অফারস আর মজার সব অ্যাকটিভিটিস! আর তারই সাথে পাঠাও হিরোদের জন্যও থাকছে 5 star rating ক্যাম্পেইনে গোল্ড জেতার সুযোগ! 

১৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঠাও, কার, বাইক ও ফুড রাইডারদের মাঝে সর্বোচ্চ 5 star Rating পাওয়া হিরোরা জিতে নিতে পারবেন Gold ও ৫০০০ টাকা নগদ পুরস্কার! যত বেশি সফল রাইড দিয়ে 5 star পাবেন তত বেশি বেড়ে যাবে Gold জেতার সুযোগ! ঢাকা থেকে পুরস্কৃত হবেন সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ৯ জন রাইডার ও চট্টগ্রাম  থেকে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত মোট ৬ জন রাইডার। 

তাহলে আর দেরি না করে পাঠাও  হিরোরা সফল ডেলিভারি বা রাইড দেওয়া শুরু করুন আর রাইড বা অর্ডার শেষে ইউজাররা আপনাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী রেটিং দিয়ে পছন্দের হিরোদের Gold জেতার সুযোগ করে দিন!

ঢাকা ( বাইক, কার, ফুড)চট্রগ্রাম ( বাইক, কার, ফুড)
প্রথম পুরস্কারগোল্ড কয়েনপ্রথম পুরস্কারগোল্ড কয়েন
দ্বিতীয় পুরস্কার৫০০০ টাকাদ্বিতীয় পুরস্কার৫০০০ টাকা
তৃতীয় পুরস্কার৫০০০ টাকা

শর্তাবলি:

১। ক্যাম্পেইন চলবে অক্টোবর ১৪, ২০২৪ থেকে অক্টোবর ৩১, ২০২৪ পর্যন্ত।

২। বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

৩। সমান সংখ্যক ৫ স্টার রেটিং এর ক্ষেত্রে কমপ্লিশন রেটকে বিজয়ী নির্বাচনে বিবেচনায় নেয়া হবে।

৪। পাঠাও বিজয়ীদের সাথে সরাসরি যোগাযোগ করবে।

৫। পাঠাও যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।

৬। পাঠাও-এর এমপ্লয়িরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না। 

৭। কোন প্রতিযোগী যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকে তবে পাঠাও যেকোনো সময় তাকে কন্টেস্ট থেকে বহিষ্কার করার অধিকার সংরক্ষণ করে।