তয়া মার্টের সফলতার গল্প নিয়ে পাঠাও কুরিয়ার-এর ঈদ ওভিসি
- পাঠাও কুরিয়ার
- মার্চ 19, 2025

দেশের এক নম্বর কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার এবার ঈদের ভিডিওতে নিয়ে আসলো জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তয়া মার্ট-এর গল্প। উদ্যোক্তা তাসলিমা তয়া ও তানভীর হোসেনের তয়া মার্ট-কে সফল করে তোলার পেছনের গল্পই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
প্রায় সাত বছর আগে হিজাবের অর্ডার থেকে শুরু হয় তয়া মার্ট-এর গল্প। প্রথম অর্ডারের জন্য কাপড় কেনার টাকা ছিলো না তয়া ও তানভীরের। তয়ার বোনের থেকে টাকা ধার নিয়ে অনেক জায়গা ঘুরে কাপড় কিনে তয়া। তারপর বাসে করে দুই, তিনটা ডেলিভারি দিতে দিতে দিন শেষ হয়ে যেত তাদের। হিজাব বিক্রির টাকা আর তানভীরের টিউশনির টাকাই ছিলো ব্যবসার মূলধন। আস্তে আস্তে অর্ডার বাড়তে থাকে, কিন্তু সমস্যায় পড়ে যান ডেলিভারি নিয়ে। তখনই পাঠাও কুরিয়ার-এর সাথে যুক্ত হয় তয়া মার্ট। এখন কোনো ঝামেলা ছাড়াই দেশজুড়ে সহজেই ডেলিভারি দিচ্ছে তয়া মার্ট। খুব শীঘ্রই দেশের প্রতিটি বিভাগে একটি করে তয়া মার্ট-এর শোরুম দিতে চান তাসলিমা তয়া ও তানভীর হোসেন।
তয়া মার্টের এই দারুণ অগ্রযাত্রার গল্পটিই এবারের ঈদে একটি ভিডিও আকারে নিয়ে এল পাঠাও কুরিয়ার।
ভিডিওটি দেখতে ক্লিক করুন: