পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

চট্টগ্রামের The Pizza Co. থেকে পাঠাও ফুড-এ অর্ডার করে জিতে নিন স্মার্ট ফোন!

শুধুমাত্র চট্টগ্রামের পাঠাও ইউজারদের জন্য পাঠাও ফুড নিয়ে এলো ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে স্মার্ট ফোন জিতে নেওয়ার আকর্ষণীয় সুযোগ। The Pizza Co. থেকে পাঠাও ফুড-এ সর্বোচ্চ অর্ডারকারীকে দেওয়া হবে একটি স্মার্ট ফোন। ফাইনালের আগে যে ব্যাক্তি যত বেশি The Pizza Co থেকে অর্ডার করবেন তত বেশি হবে আপনার স্মার্ট ফোন জিতে নেওয়ার সম্ভাবনা। 

আসুন জেনে নেই যেভাবে জিতবেন এই টিভিঃ

১) পাঠাও অ্যাপ ওপেন করে The Pizza Co. (চট্টগ্রাম) থেকে সবচেয়ে বেশিবার অর্ডার করুন।

২)ফাইনালের আগে সবচেয়ে বেশি অর্ডারকারী জিতবেন একটি স্মার্ট ফোন।

3) ক্যাম্পেইন টাইমলাইনঃ

তারিখ১০ অক্টোবর – ১৯ নভেম্বর ২০২৩

শর্তাবলীঃ 

  • ক্যাম্পেইনের সময়সীমাঃ ১০ অক্টোবর ২০২৩ থেকে ১৯ নভেম্বর ২০২৩
  • বিজয়ী ঘোষনা করা হবেঃ ২৩ নভেম্বর ২০২৩
  • শুধুমাত্র The Pizza Co. (চট্টগ্রাম) থেকে যারা অর্ডার করবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অর্ডারকারী বিজয়ী ঘোষণা করা হবে।
  • বিজয়ী ঘোষনা করার সময় সমান সংখ্যক অর্ডার থাকলে, সবচেয়ে বেশি অর্ডার এবং সর্বমোট অর্ডার ভ্যালুর উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • বিজয়ী সিলেক্ট করার ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
  • পাঠাও বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করবে।
  • পাঠাও যে কোন সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
  • পাঠাও-এর সরাসরি কর্মরত কেউ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে না।
  • এটি শুধুমাত্র চট্টগ্রামের জন্য প্রযোজ্য। 
  • সমসাময়িক চলা অন্য ক্যাম্পেইনের বিজয়ী এ ক্যাম্পেইনের বিজয়ী হতে পারবেন না। একজন ব্যক্তি শুধুমাত্র একটি ক্যাম্পেইনেরই বিজয়ী বলে গন্য হবেন। 
  • কেউ যদি একাধিক সমসাময়িক ক্যাম্পেইনের বিজয়ী হন তাহলে তাকে তুলনামূলক বড় প্রাইজের জন্য বিজয়ী করা হবে।

বিঃ দ্রঃ

  • কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ইউজারের অংশগ্রহণ বাতিল করা হবে।