পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

রাইড বা ট্রিপ রিকোয়েস্ট পাচ্ছেন না? আসুন জেনে নেই উপায়!

রাইড বা ট্রিপ রিকোয়েস্ট পাচ্ছেন না আসুন জেনে নেই উপায়!

অনেক সময় যাবত অপেক্ষা করছেন তবে কোনো অর্ডার বা ট্রিপ রিকোয়েস্ট পাচ্ছেন না? আপনার সমস্যাটি সমাধানের জন্য দয়া করে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:

রিকোয়েস্ট নোটিফিকেশন পেতে নিচের ধাপগুলো ফলো করুনঃ

ধাপ ১: আপনার ফোন থেকে “Settings” অপশনে যান

ধাপ ২: “Sound & Notification” অপশনে যান

ধাপ ৩: এরপর “notification settings”-এ ক্লিক করুন

ধাপ ৪: “App Manager/ Notification manager” সিলেক্ট করুন

ধাপ ৫: “Pathao Drive App” খুঁজে বের করে সিলেক্ট করুন

ধাপ ৬: “Allow Notification, Priority & Sound notification” অন করুন।

রাইড রিকোয়েস্ট পেতে নিচের ধাপ গুলো ফলো করুনঃ

ধাপ ১: আপনার ফোন থেকে “Settings” অপশনে যান

ধাপ ২: এরপর “App Settings” সিলেক্ট করুন

ধাপ ৩: “Maps” – এ ক্লিক করুন। ক্লিয়ার করুন।

ধাপ ৪: অনুরূপভাবে পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে Cache ক্লিয়ার করুন

ধাপ ৫: ড্রাইভ অ্যাপ থেকে GPS বাটনে ক্লিক করে লোকেশন সেট করুন

ধাপ ৬: “Settings” অপশনে যান > এরপর “Google location settings” অপশনে যান

ধাপ ৭: পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে “high accuracy mode” সিলেক্ট করে নিন।

উপরের সকল ধাপ-সমূহ কমপ্লিট করার পর আপনার পাঠাও ড্রাইভ অ্যাপটি রিস্টার্ট করুন। যদি কোন কারনবশত আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার মোবাইল হ্যান্ডসেটটি নিয়ে নিকটস্থ পাঠাও অফিসে ভিজিট করুন।

অফিসের ঠিকানা ও ট্রেনিং এর সময়:

শহরঠিকানাঅফিসের সময়ছুটির দিন
ঢাকা – বনানী হাউজ: ৭২ , ব্লক: বি , রোড : ২১, বনানী, ঢাকা।বনানী বিদ্যানিকেতন স্কুল এর পাশে।সকাল ৯.৩০  টা  থেকে বিকেল ৬.০০ টা শুক্রবার এবং সরকারি ছুটির দিন
ঢাকা- মোহাম্মদপুর ৩য় তলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট শপিং কমপ্লেক্স, রিং রোড, জাপান গার্ডেন সিটি এর  পাশে, ঢাকা।সকাল ৯.৩০  টা  থেকে বিকেল ৬.০০ টাশুক্রবার এবং সরকারি ছুটির দিন
ঢাকা – উত্তরা বাড়ি নং: ৩৫,রোডঃ ১ সেক্টর:৫, উত্তরা, ঢাকা-১২৩০।(টেস্টি ট্রিট এর পাশে)সকাল ৯.৩০  টা  থেকে বিকেল ৬.০০ টাশুক্রবার এবং সরকারি ছুটির দিন
ঢাকা – মিরপুর মিরপুর: প্লট#০৬, এভ্যেনিউ# ০৩, রূপনগর C/A, সেকশন – ০২, মিরপুর,হাজি রোড(ইবনে সিনার কাছে)সকাল ৯.৩০  টা  থেকে বিকেল ৬.০০ টাশুক্রবার এবং সরকারি ছুটির দিন
চট্টগ্রাম ইয়াহিয়া টাওয়ার, ৮ম তলা, ৩৩৫, সিডিএ এভিনিউ, এম.এম. আলী রোড, লালখান বাজার, চট্টগ্রামসকাল ১০ টা  থেকে বিকেল ৫ টা শুক্রবার,শনিবার এবং সরকারি ছুটির দিন
পাঠাও