রাইড বা ট্রিপ রিকোয়েস্ট পাচ্ছেন না? আসুন জেনে নেই উপায়!
- নিউজরুম
- আগস্ট 15, 2024
অনেক সময় যাবত অপেক্ষা করছেন তবে কোনো অর্ডার বা ট্রিপ রিকোয়েস্ট পাচ্ছেন না? আপনার সমস্যাটি সমাধানের জন্য দয়া করে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:
রিকোয়েস্ট নোটিফিকেশন পেতে নিচের ধাপগুলো ফলো করুনঃ
ধাপ ১: আপনার ফোন থেকে “Settings” অপশনে যান
ধাপ ২: “Sound & Notification” অপশনে যান
ধাপ ৩: এরপর “notification settings”-এ ক্লিক করুন
ধাপ ৪: “App Manager/ Notification manager” সিলেক্ট করুন
ধাপ ৫: “Pathao Drive App” খুঁজে বের করে সিলেক্ট করুন
ধাপ ৬: “Allow Notification, Priority & Sound notification” অন করুন।
রাইড রিকোয়েস্ট পেতে নিচের ধাপ গুলো ফলো করুনঃ
ধাপ ১: আপনার ফোন থেকে “Settings” অপশনে যান
ধাপ ২: এরপর “App Settings” সিলেক্ট করুন
ধাপ ৩: “Maps” – এ ক্লিক করুন। ক্লিয়ার করুন।
ধাপ ৪: অনুরূপভাবে পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে Cache ক্লিয়ার করুন
ধাপ ৫: ড্রাইভ অ্যাপ থেকে GPS বাটনে ক্লিক করে লোকেশন সেট করুন
ধাপ ৬: “Settings” অপশনে যান > এরপর “Google location settings” অপশনে যান
ধাপ ৭: পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে “high accuracy mode” সিলেক্ট করে নিন।
উপরের সকল ধাপ-সমূহ কমপ্লিট করার পর আপনার পাঠাও ড্রাইভ অ্যাপটি রিস্টার্ট করুন। যদি কোন কারনবশত আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার মোবাইল হ্যান্ডসেটটি নিয়ে নিকটস্থ পাঠাও অফিসে ভিজিট করুন।
অফিসের ঠিকানা ও ট্রেনিং এর সময়:
শহর | ঠিকানা | অফিসের সময় | ছুটির দিন |
---|---|---|---|
ঢাকা – বনানী | হাউজ: ৭২ , ব্লক: বি , রোড : ২১, বনানী, ঢাকা।বনানী বিদ্যানিকেতন স্কুল এর পাশে। | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.০০ টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
ঢাকা- মোহাম্মদপুর | ৩য় তলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট শপিং কমপ্লেক্স, রিং রোড, জাপান গার্ডেন সিটি এর পাশে, ঢাকা। | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.০০ টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
ঢাকা – উত্তরা | বাড়ি নং: ৩৫,রোডঃ ১ সেক্টর:৫, উত্তরা, ঢাকা-১২৩০।(টেস্টি ট্রিট এর পাশে) | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.০০ টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
ঢাকা – মিরপুর | মিরপুর: প্লট#০৬, এভ্যেনিউ# ০৩, রূপনগর C/A, সেকশন – ০২, মিরপুর,হাজি রোড(ইবনে সিনার কাছে) | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.০০ টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
চট্টগ্রাম | ইয়াহিয়া টাওয়ার, ৮ম তলা, ৩৩৫, সিডিএ এভিনিউ, এম.এম. আলী রোড, লালখান বাজার, চট্টগ্রাম | সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা | শুক্রবার,শনিবার এবং সরকারি ছুটির দিন |