পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

প্রোডাক্ট প্যাকেজিং টিপস

আপনি কি ভঙ্গুর প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আপনার কাস্টমার কে পাঠানোর সময় নষ্ট হয়ে গিয়েছে? আপনার প্রোডাক্ট পাঠানোর আগে মনে রাখবেন আপনার পণ্যের যথাযথ সুরক্ষা সঠিক প্যাকেজিং এর উপর নির্ভর করে। ভঙ্গুর পণ্য প্যাকেজ করতে অবশ্যই বাবল র‍্যাপ ব্যবহার করুন।  

কসমেটিকস প্রোডাক্ট

যেকোনো কসমেটিকস প্রোডাক্ট প্যাকেজিং এর সময়, বাবল র‍্যাপ ব্যবহার করা তাকে নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। এক্ষেত্রে এয়ার ব্যাগ অথবা বক্স ও ব্যবহার করা যেতে পারে।  

ইলেকট্রনিক্স প্রোডাক্ট

ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্যাক করার সময়, বাবল র‍্যাপ বা এয়ার ব্যাগ যেকোনো ধরণের ড্যামেজ থেকে রক্ষা করবে! এক্ষেত্রে বক্স ও ব্যবহার করা যেতে পারে।  

ফ্যাব্রিক্স

ফ্যাব্রিক্স প্রোডাক্ট প্যাক করার সময় পলি ব্যাগ দিয়ে কাপড় টা র‍্যাপ করে নিলে দাগ লাগার সম্ভাবনা কমে যায়।  

হোম মেড ফুড

ঘরের তৈরি খাবার পাঠানোর আগে তা অবশ্যই ফয়েল ফুড কন্টেইনার এ ভরে পাঠানো উচিত! এক্ষেত্রে খাওয়া গরম থাকবে, এবং পরে যাওয়ার সম্ভাবনা ও থাকবেনা। 

ডিম

ডিম প্যাক করার সময় ডিম কার্টন বাক্স ব্যবহার  না করলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই কার্টন বাক্স ব্যবহার করা উচিত!

এছাড়াও পাঠাও কুরিয়ার এ আপনি পাচ্ছেন কল সেন্টার সাপোর্ট, প্রোডাক্ট ট্র্যাকিং এবং দেশব্যাপী দ্রুত ডেলিভারি! আপনার নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস, পুরো ৬৪টি জেলায়!