পাঠাও প্রেস

আমাদের প্রেস রিলিজ, প্রেস কভারেজ ও প্রেস কিট

Pathao press

পাঠাও প্রেস

ডিসেম্বর 10, 2025

পাঠাও-এমআইএসটি সমঝোতা চুক্তি: শিল্প-শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত

পাঠাও-এমআইএসটি সমঝোতা চুক্তি: শিল্প–শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও-এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। আজ সকাল ১১টায় এক অনাড়ম্বর কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমআইএসটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (স্টুডেন্টস ওয়েলফেয়ার) কর্নেল আবু সাদাত মোহাম্মদ তানভীর, afwc, psc, এবং মেজর শফিকুল হাসান রফি, সিগস, জিএসও-২। পাঠাও-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্টনারশিপ অ্যান্ড পিআর (মার্কেটিং) বিভাগের ম্যানেজার মো. ফয়েজসহ আরও তিন কর্মকর্তা।

চুক্তি সই অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্প–শিক্ষা সমন্বয় জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, প্রযুক্তিনির্ভর রাইড-শেয়ারিং ব্যবস্থার বিস্তার এবং পারস্পরিক উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে দুই প্রতিষ্ঠানই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

সমঝোতা অনুযায়ী, এমআইএসটির শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা পাঠাও–এর মাধ্যমে ২০ শতাংশ ডিসকাউন্টে রাইড-শেয়ারিং সেবা পাবেন। পাশাপাশি শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর মোবিলিটি প্ল্যাটফর্ম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও পাবে।

এই চুক্তি এমআইএসটি সম্প্রদায়ের চলাচলের সুবিধা বৃদ্ধির পাশাপাশি সহযোগিতামূলক উদ্ভাবনের নতুন পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

পাঠাও সম্পর্কে

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ ,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।