পাঠাও প্রেস

আমাদের প্রেস রিলিজ, প্রেস কভারেজ ও প্রেস কিট

Pathao press

পাঠাও প্রেস

সেপ্টেম্বর 29, 2025

পাঠাও কুরিয়ার টপ মার্চেন্ট জিতলেন কাপল এয়ার টিকেট

পাঠাও কুরিয়ার সেরা মার্চেন্টরা জিতলেন কাপল এয়ার টিকেট


দেশের ১ নম্বর জনপ্রিয় কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার, তৃতীয়বারের মতো তাদের টপ মার্চেন্টদের এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানালো। বিভিন্ন ক্যাটাগরিতে টপ পারফর্ম করে মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল এবং কক্সবাজার যাওয়া-আসার কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন চারজন মার্চেন্ট। আজ
 একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়। 

এবারের টপ মার্চেন্ট সম্মাননায় গতবারের তিনটি ক্যাটাগরির পাশাপাশি “ইন্সটাপে টপ মার্চেন্ট” নামের নতুন একটি ক্যাটাগরি যুক্ত হয়েছে। সবচেয়ে বেশি ইন্সটাপে ব্যাবহার করে “ ইন্সটাপে টপ মার্চেন্ট” ক্যাটাগরিতে ঢাকা- কাঠমান্ডু- ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন  এইচ টি বাজার-এর মোঃ জাহিদ হাসান। এছাড়াও বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা- ব্যাংকক- ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন শিরিন ফ্যাশনের-এর ডি. এম. শামীম আহমেদ, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে  ঢাকা- কুয়ালালামপুর- ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন পাইকারি ঘর-এর নাহিয়ান তাসনিম, এবং বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা- কক্সবাজার- ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন কোজি নিড-এর শাহবুর রহমান।

ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই ধরনের পুরস্কার পাঠাও কুরিয়ার মার্চেন্টদের অনুপ্রেরণা জোগায়। এটি শুধু তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতির স্বীকৃতি নয়, বরং নতুন ও উদীয়মান মার্চেন্টদের জন্য একটি উৎসাহব্যঞ্জক উদাহরণও। পাঠাও কুরিয়ার ভবিষ্যতেও মার্চেন্টদের ভালো পারফরম্যান্সকে উৎসাহিত করার জন্য এরকম আয়োজন অব্যাহত রাখবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ ,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।