পাঠাও প্রেস
আমাদের প্রেস রিলিজ, প্রেস কভারেজ ও প্রেস কিট
পাঠাও প্রেস
মা দিবসে পাঠাও দিচ্ছে মায়েদের জন্য ডায়মন্ড জেতার সুযোগ
ঢাকা, বাংলাদেশ- ৯ মে, ২০২৪: বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম পাঠাও নিয়ে এসেছে একটি বিশেষ ক্যাম্পেইন ‘ডায়মন্ড ফর মা’। ক্যাম্পেইনটি চলবে ৮ থেকে ১৪ মে, যেখানে মায়ের প্রতি ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে গড়ে তোলাই ক্যাম্পেইনটির মূল লক্ষ্য।
আমাদের বেড়ে ওঠা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। আর এই সম্পর্কটি উদযাপন করতে পাঠাও নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘মায়ের জন্য ডায়মন্ড’। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে আগ্রহীরা তাদের মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি তুলে নিজ প্রোফাইল #PathaoDiamondForMaa ইউজ করে পাবলিকলি পোস্ট করবে। ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করার শেষ সময় ১৪ই মে, ২০২৪।
এছাড়াও ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন বিজয়ী তাদের মায়েদের জন্য পেয়ে যাবেন ডায়মন্ডের নোজ পিন! মায়েদের সাথে এই বিশেষ দিবসটিকে স্মরণীয় করে তোলার জন্যই এই দারুণ পুরস্কারটি পৌঁছে দিবে পাঠাও।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।