পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও রেফারেল প্রোগ্রাম: রেফার করলে লাভই লাভ!

পাঠাও রেফারেল প্রোগ্রাম রেফার করলে লাভই লাভ

বাংলাদেশের সরচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো পাঠাও হিরোদের জন্য দারুণ একটি ক্যাম্পেইন ‘পাঠাও রেফারেল প্রোগ্রাম’। আকর্ষণীয় এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে পারবেন যেকোনো পাঠাও হিরো।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে অন্য কাউকে পাঠাও হিরো হওয়ার জন্য রেফার করতে হবে। । আপনি আপনার রেফার কোডটি যাকে রেফার করছেন তিনি যদি রেফার কোডটি ব্যবহার করে ক্যাপ্টেন, ফুডম্যান বা রাইডার হিসেবে পাঠাও-এর সাথে যুক্ত হন তাহলে দুইজনই বোনাস পেয়ে যাবেন! এতে আপনি নতুন কর্মসংস্থান তৈরী তো করছেনই, সাথে নিজেও লাভবান হচ্ছেন।

যাকে রেফার করছেন তিনি আপনার কোডটি ইউজ করে পাঠাও-এ যুক্ত হওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর দুইজনই বোনাস পেয়ে যাবেন। এক্ষেত্রে ক্যাপ্টেন, ফুডম্যান ও রাইডার অনুযায়ী রেফার বোনাস পেয়ে থাকবেন। কোন পাঠাও হিরো হিসেবে, কত সময়ের  মধ্যে কত গুলো ট্রিপ শেষ করলে কত টাকা বোনাস পাবেন তা নিচে বিস্তারিত দেওয়া হলো,

শহররাইডের ধরনট্রিপের সংখ্যাসময়যাকে রেফার করবেন সে পাবেআপনি পাবেন
ঢাকাকার প্লাস১০ টি১৫ দিন৩০০ টাকা২৫০ টাকা
ঢাকাকার প্রাইম১০ টি১৫ দিন৩০০ টাকা৪০০ টাকা
ঢাকাকার ম্যাক্স১০ টি১৫ দিন৩০০ টাকা৫০০ টাকা
ঢাকাবাইক১০ টি১৫ দিন১০০ টাকা২০০ টাকা
ঢাকাফুড৩৫ টি১৫ দিন৫০০ টাকা৫০০ টাকা
শহররাইডের ধরনট্রিপের সংখ্যা
সময়
যাকে রেফার করবেন সে পাবেআপনি পাবেন
চট্টগ্রামকার প্লাস২০ টি১৫ দিন১০০০ টাকা১০০০ টাকা

আসুন জেনে নেই যেভাবে রেফার করবেন,

  • প্রথমেই আপনার পাঠাও অ্যাপ ওপেন করে Earnings অপশনে ক্লিক করুন।
  •  Referral Bonus থেকে See Details- এ ক্লিক করুন।
  • তারপর Refer someone & earn money থেকে আপনার রেফার কোডটির বক্সের পাশে Share অপশনে ক্লিক করে যাকে রেফার করতে চাইছেন তার সাথে শেয়ার করুন।

তাহলে আর দেরি না করে আজই রেফার করা শুরু করুন আর দুজনই লাভবান হন।