স্মার্ট চেকআউট-এ দ্রুত ও ঝামেলামুক্ত অর্ডার কনফার্মেশন
- নিউজরুম
- মার্চ 24, 2022
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2022/03/Pathao-Courier-Smart-Check-out_Blog-1024x536.jpg)
সম্মানিত মার্চেন্টদের জন্য সুখবর। পাঠাও কুরিয়ার-এর মার্চেন্ট প্যানেলে চলে এসেছে নতুন স্মার্ট চেকআউট ফিচার। এখন থেকে মার্চেন্টদের আলাদা করে অর্ডারের ইনফর্মেশন (যেমনঃ কাস্টোমারের নাম, অ্যাড্রেস ইত্যাদি) ইনপুট করার প্রয়োজন হবে না। কাস্টোমারের অর্ডার কনফার্মেশন থেকেই সরাসরি প্যানেলে অর্ডার আপডেট হয়ে যাবে। এক লিংকেই হবে সব।
চলুন দেখে নেই মার্চেন্টরা কিভাবে ব্যবহার করবেন এই স্মার্ট চেকআউট ফিচারটি।
১) মার্চেন্ট প্যানেলে গিয়ে Create delivery link বাটনে ক্লিক করুন
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2022/03/WhatsApp-Image-2022-03-24-at-4.32.40-PM-1.jpeg)
২) স্টোর নেম সিলেক্ট করে আইটেমের ডেস্ক্রিপশন ও প্রাইস লিখুন
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2022/03/WhatsApp-Image-2022-03-24-at-4.32.41-PM-2.jpeg)
৩) লিংক Create করে Copy করুন
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2022/03/WhatsApp-Image-2022-03-24-at-4.32.41-PM-1-1.jpeg)
৪) লিংকটি কাস্টমারকে পাঠিয়ে দিন। লিংকটি ৩০ মিনিট পর্যন্ত অ্যাকটিভ থাকবে। কাস্টোমার এই সময়ের মধ্যে ফিলাপ করলেই অর্ডার সরাসরি মার্চেন্ট প্যানেলে Add হয়ে যাবে।
এভাবে ঝামেলাহীনভাবে আপনার অর্ডার কনফার্ম হয়ে সরাসরি আপডেটেড হয়ে যাবে মার্চেন্ট প্যানেলে কাস্টমার থেকেই। উপভোগ করুন দ্রুত ও ঝামেলামুক্ত স্মার্ট চেকআউট।