পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও কুরিয়ার-এ এলো বাংলায় ঠিকানা এন্ট্রি করার সুবিধা!

পাঠাও কুরিয়ার-এ এলো বাংলায় ঠিকানা এন্ট্রি করার সুবিধা!

এখন মার্চেন্ট প্যানেলে ঠিকানা এন্ট্রি করতে পারবেন বাংলায়। আপনি বাংলা বা ইংলিশ যেভাবেই কাস্টমারের ঠিকানা ইনপুট দিবেন, অটোমেটিকভাবে তা জোন ভিত্তিকভাবে ইনপুট হয়ে যাবে। 

ভাষার মাস ফেব্রুয়ারিতে পাঠাও কুরিয়ার, মার্চেন্টদের সুবিধার্থে এই ফিচারটি নিয়ে এসেছে।

ধরুন আপনি ঠিকানা ইনপুট দিয়েছেন ১৮ নাম্বার হাউজ, উত্তরা সেক্টর ৪,, রোড ১০, এরপর প্যানেলে তা অটোমেটিক ভাবে Dhaka> Uttara Scector 4> Road 10 হিসেবে ইনপুট নিয়ে নিবে। আপনাকে আলাদা করে ফিলআপ করা লাগবে না।

আপনার বাল্ক অর্ডার এন্ট্রির সময়েও এই একই সুবিধা পাবেন।

 ভাষার মাস থেকে তাই বাংলাতেই পারবেন ঠিকানা এন্ট্রি করতে। পাঠাও কুরিয়ার-এ ব্যবসা করুন নিশ্চিন্তে।