পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পেমেন্ট পাবেন ইন্সট্যান্টলি ব্যবসা বাড়বে তাড়াতাড়ি

এখন InstaPay-তে পেমেন্ট পাবেন Instantly

পাঠাও কুরিয়ার মার্চেন্টদের জন্য এবার চলে এলো InstaPay! এখন InstaPay ব্যবহার করে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ক্যাশ অন ডেলিভারির টাকা পেয়ে যাবেন Pathao Pay অ্যাকাউন্টে। এটি একটি অটোমেটেড পেমেন্ট সিস্টেম হওয়ায়, ছুটির দিন কিংবা অফিস আওয়ারের পরে ডেলিভারি হলেও পেমেন্ট পাবেন সাথে সাথেই, যা আপনার Pathao Pay অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে।

আসুন জেনে নেই কীভাবে InstaPay অ্যাকাউন্টে সাইন-আপ করবেন:

১।  আপনার পাঠাও কুরিয়ার মার্চেন্ট অ্যাপে  সাইন-ইন করে Enable InstaPay বাটনে ক্লিক করুন।

২। আপনার যদি Pathao Pay Merchant অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ করে নিতে হবে। Create Pay Account-এ ক্লিক করুন।

৩। বিজনেসের নাম, আপনার NID-এর নাম এবং মোবাইল নম্বর দিয়ে Continue করুন।

৪। আপনার মোবাইল নম্বরে আসা OTP দিয়ে Continue করুন।

৫। NID-এর ছবি তুলে তথ্যগুলো সঠিক থাকলে Confirm and Continue করুন।

৬। আপনার ছবি তুলুন।

৭। এবার পাসওয়ার্ড Create  করে Confirm করুন।

৮। আপনার Pathao Pay Merchant অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে!

৯। এবার InstaPay কানেক্ট করতে, আপনার ভেরিফাইড Pay অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে Accept & Connect-এ ক্লিক করুন।

১০। আপনার মোবাইল নম্বরে আসা OTP দিয়ে Continue করুন। 

১১। আপনার InstaPay Active হয়ে গেছে! একইভাবে আপনি ডেস্কটপ মার্চেন্ট প্যানেল থেকেও InstaPay-তে সাইন-আপ করতে পারবেন।

তাহলে আর দেরি কেন? এখনই InstaPay-তে সাইন আপ করে Instant পেমেন্ট নিয়ে ব্যবসা বাড়ান তাড়াতাড়ি! আর প্রথমবার InstaPay-তে সাইন আপ করলে  ৭ দিনের ফ্রি ট্রায়াল তো থাকছেই!

InstaPay সাইন আপ টিউটোরিয়াল ভিডিও