পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

রাইডার রেটিং মেইনটেইন সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন

রাইডার রেটিং মেইনটেইন সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন

অ্যাপ এ বেশি রেটিং থাকলে আরও বেশি রিকোয়েস্ট পাবেন। যা আপনাকে দিবে আরও আয় করার সুযোগ।

আসুন জেনে নেই কিভাবে রেটিং নির্ধারণ করা হয়?

পাঠাও অ্যাপ এর মাধ্যমে আপনার থেকে প্রাপ্ত সার্ভিসের উপর ভিত্তি করে ইউজাররা আপনাকে রেটিং প্রদান করবেন।

  •  ইউজার যদি আপনাকে বেশি রেটিং প্রদান করেন তা প্রকাশ করে আপনার সাথে ইউজারের অভিজ্ঞতা ভালো ছিল। 
  • ঠিক একইভাবে যদি ইউজার আপনাকে কম রেটিং প্রদান করেন তা প্রকাশ করে আপনার সাথে ইউজারের অভিজ্ঞতা আশানুরূপ ছিল না। 

কিভাবে রেটিং ভালো রাখা যায়?

  • ইউজারের সাথে ভালো ব্যবহার করা (যেমন: হাসিমুখে কথা বলা)
  • অ্যাপ এ প্রদর্শিত পেমেন্টের সমপরিমাণ অর্থ গ্রহণ করা
  • ক্যাশ লেনদেনের সুবিধার্থে সাথে পর্যাপ্ত পরিমাণ ভাংতি টাকা রাখা
  • ইউজারের লোকেশন বুঝতে অসুবিধা হলে গুগল ম্যাপের নেভিগেশনের সাহায্য নেওয়া
  • ইউজার ডিজিটাল পেমেন্ট করতে চাইলে তা গ্রহণ করা
  • কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে তা ইউজারের কাছে কোন সহযোগিতা না চেয়ে, সরাসরি পাঠাও এর সাথে যোগাযোগ করা

কেন রেটিং গুরুত্বপূর্ণ?

আপনার রেটিং সম্পূর্ণরূপে ইউজারের সন্তুষ্টির উপর নির্ভর করছে। যদি আপনার রেটিং কমে যায় তাহলে আপনার রিকোয়েস্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে, যা সরাসরি আপনার আয়ের উপর প্রভাব ফেলবে। তাই পাঠাও এর সাথে বেশি বেশি আয় করার জন্য আপনার রেটিং সব সময় ভালো রাখার চেষ্টা করুন।

বেশি রেটিং মানে বেশি রিকোয়েস্ট, আর বেশি রিকোয়েস্টের মানে বেশি আয় করার সুযোগ!

আরো সহজে রেটিং সম্পর্কে জানতে ভিডিওগুলি দেখুন:

রাইডার/ক্যাপ্টেন রেটিং:

ফুডম্যান রেটিং:

পাঠাও