এই ভ্যালেন্টাইন্সে পাঠাও নিয়ে এলো ‘এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও’
- পাঠাও কার
- ফেব্রুয়ারি 8, 2025
![এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2025/02/এক্সপ্লোর-টুগেদারনেস-উইথ-পাঠাও-1024x536.jpg)
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে পাঠাও কার, ফুড ও পার্সেল-এ দারুণ সব অফারস ও ডিস্কাউন্টস! পাঠাও-এর আকর্ষণীয় সব অফারগুলোর সাথে প্রিয়জনকে নিয়ে উপভোগ করতে পারবেন এই ভালোবাসা দিবসে।
‘এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও’ ক্যাম্পেইনটি চলবে ১৩ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। পাঠাও কার ও ফুড-এ সবার জন্য থাকছে ভিন্ন ভিন্ন সব এক্সাইটিং অফারস ও ডিস্কাউন্টস।
![](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2025/02/Open-App-1024x102.png)
পাঠাও ফুড
এই ভালোবাসা দিবসে পাঠাও ফুড নিয়ে এসেছে ১৪ টাকা ডেলিভারি ফি অফার! প্রিয়জনের জন্য এই অফারটির মাধ্যমে পাঠাও ফুড-এ তার পছন্দের রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারবেন ১৩ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। এছাড়াও থাকছে ১২ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত Valentine’s Special ট্যাব-এর রেস্টুরেন্টগুলোতে থাকছে ৫২% পর্যন্ত ডিস্কাউন্ট!
পাঠাও কার ইন্টারসিটি
এই ভ্যালেন্টাইনে পাঠাও কার ইন্টারসিটি-তে প্রিয়জনের সাথে ঢাকার আশেপাশে ঘুরে আসুন ১৪% ডিস্কাউন্ট ৫০০ টাকা পর্যন্ত! হোক একটু মাওয়া ঘাটের মজার খাবার খেতে, হারানো নগরী পানাম সিটিতে কিংবা প্রিয়জনের পছন্দের যেকোনো জায়গায় এই ভালোবাসা দিবসে স্পেশাল ডিস্কাউন্টে ঘুরে আসুন পাঠাও কার ইন্টারসিটি-তে।
পাঠাও পার্সেল
এই ভ্যালেন্টাইনে প্রিয়জনকে ইন্সট্যান্টলি সারপ্রাইজ দিতে আছে পাঠাও পার্সেল। ভালোবাসা দিবসে ব্যস্ততায় অথবা যেকোনো কারণে প্রিয়জনের পাশে থাকতে না পারলেও, পাঠাও পার্সেল আপনার গিফট ইন্সট্যান্টলি পৌঁছে দিবে আপনার প্রিয়জনের কাছে।
ভালোবাসা দিবসে এই দারুণ সব অফারগুলো উপভোগ করুন পাঠাও-এর সাথে। আর আপনি যদি এখনও পাঠাও-এ অ্যাড না হয়ে থাকেন তাহলেই আজই ডাউনলোড করে আমাদের দারুণ সব ক্যাম্পেইনগুলো উপভোগ করুন!
![ডাউনলোড করুন পাঠাও অ্যাপ!](https://pathao.com/bn/wp-content/uploads/sites/6/2025/02/ডাউনলোড-করুন-পাঠাও-অ্যাপ-1024x102.png)