পাঠাও ড্রাইভার অ্যাপে ডিউ পেমেন্ট পরিশোধের সহজ সমাধান!
- নিউজরুম
- আগস্ট 15, 2024

ড্রাইভ অ্যাপ থেকে খুব সহজেই পরিশোধ করতে পারেন আপনার বকেয়া। জেনে নিন ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে বকেয়া পরিশোধ করার নিয়মঃ
ধাপ ১: প্রথমে আপনার পাঠাও ড্রাইভ অ্যাপ এর ‘Earnings’ অপশনে যান।

ধাপ ২: যত টাকা অ্যাডজাস্ট করতে চান তা লিখে কন্টিনিউ/ চালিয়ে যান বাটনে ক্লিক করুন

ধাপ ৩: যেই মেথডে পেমেন্ট করতে চান, তা সিলেক্ট করুন।

ধাপ ৪: তারপর পিন এবং ওটিপি দিয়ে “Confirm” বাটনে ট্যাপ করুন

ব্যাস, সাথে সাথেই ডিউ অ্যাডজাস্ট হয়ে যাবে
নোট: আপনি যদি ড্রাইভ অ্যাপ এর ডিজিটাল ক্রেডিট ব্যালেন্স থেকে ডিউ পরিশোধ করতে চান, তাহলে পেমেন্ট মেথড থেকে “পাঠাও ক্রেডিট” অপশনটি সিলেক্ট করতে হবে।