পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও কুরিয়ার-এ এখন বেশি অর্ডারে বেশি ছাড়

পাঠাও কুরিয়ার-এ এখন বেশি অর্ডারে বেশি ছাড়

আপনার ব্যবসাকে আরও লাভজনক করতে পাঠাও নিয়ে এসেছে মার্চেন্ট লয়্যালটি প্রোগ্রাম। যত বেশি অর্ডার, ততো বেশি ডিসকাউন্ট।  মাসিক অর্ডারের ওপর ভিত্তি করে একজন মার্চেন্ট প্রতি অর্ডারে পেতে পারেন সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত ছাড়।
এই প্রোগ্রামটি সারা বাংলাদেশ থেকে পিকআপ করা অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য, তবে ডেলিভারিটি হতে হবে ঢাকার ভেতরে। অর্থাৎ, আপনার পিকআপ পয়েন্ট যেকোনো জেলা বা থানা হলেও, সেটি ঢাকার মধ্যে ডেলিভারি হলেই এই প্রোগ্রামের আওতায় আসবে।

যেভাবে পাবেন এই ডিসকাউন্ট

প্রতিমাসে আপনি যতগুলো অর্ডার প্রসেস করে থাকেন তার  অর্ডার সংখ্যা অনুযায়ী আপনার জন্য থাকছে  তিনটি ক্যাটাগরি। এই তিন ক্যাটাগরির একটি অনুযায়ী আপনি পাবেন  ডিসকাউন্ট। চলুন দেখি ক্যাটাগরি গুলোঃ 

সিলভার ক্যাটাগরি:

মাসে ৫০টি অর্ডার কমপ্লিট হলে প্রতিটি নতুন অর্ডারে ৫ টাকা করে ছাড়।

প্রতি মাসের প্রথম ৫০টি অর্ডার প্রসেস হওয়ার পরে প্রযোজ্য। ৫১ তম অর্ডার থেকে রেট চার্ট অনুযায়ী ৫টাকা ডিসকাউন্ট পাবেন।

গোল্ড ক্যাটাগরি:

১০০টি অর্ডার কমপ্লিট হলে প্রতিটি নতুন অর্ডারে ১০ টাকা করে ছাড়।

প্রতি মাসের প্রথম ১০০টি অর্ডার প্রসেস হওয়ার পরে প্রযোজ্য। ১০১ তম অর্ডার থেকে রেট চার্ট অনুযায়ী ১০টাকা ডিসকাউন্ট পাবেন।

ডায়মন্ড ক্যাটাগরি:

২০০টি অর্ডার কমপ্লিট হলে প্রতিটি নতুন অর্ডারে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও, ডায়মন্ড ক্যাটাগরিতে পৌঁছালে আপনার জন্যে নির্ধারিত Account Manager (KAM) নিয়োগ দেয়ার সুযোগ থাকছে।

প্রতি মাসের প্রথম ২০০টি অর্ডার প্রসেস হওয়ার পরে প্রযোজ্য। ২০১ তম অর্ডার থেকে রেট চার্ট অনুযায়ী ১৫টাকা ডিসকাউন্ট পাবেন।

আপনি কোন ক্যাটাগরিতে আছেন?

আপনার মার্চেন্ট প্যানেলে লগ ইন করে “Benefits & Reward” সেকশনে গেলেই আপনি দেখে নিতে পারবেন আপনার বর্তমান ক্যাটাগরি এবং আপনি ঠিক কত টাকার ছাড় পাচ্ছেন।

গুরুত্বপূর্ণ শর্তাবলি:

  • এই প্রোগ্রামটি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেলিভারি ফি ব্যবহারকারী মার্চেন্টদের জন্য প্রযোজ্য। 
  • প্রতি মাসের শুরুতে আপনার প্রসেস হওয়া অর্ডার সংখ্যা রিসেট হয়ে যাবে। নতুন মাসে আবার নতুনভাবে শুরু হবে হিসাব।
  • ছাড় প্রয়োগ হবে ক্যাটাগরি অর্জনের পরবর্তী নতুন অর্ডারগুলোর ক্ষেত্রে। আগের অর্ডারে প্রযোজ্য নয়।
  • শুধুমাত্র ঢাকার ভেতরে ডেলিভারি হলে এই প্রোগ্রাম কার্যকর হবে, তবে পিকআপ পয়েন্ট বাংলাদেশের যেকোনো প্রান্ত হতে পারে।
  • প্রতি মাসে সর্বোচ্চ  ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেইল করা যাবে।

কেন এই প্রোগ্রাম আপনার জন্য উপকারী?

  • সাশ্রয়ী খরচ: নিয়মিত অর্ডারে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।
  • স্বচ্ছতা: আপনার ক্যাটাগরি ও ডিসকাউন্ট প্যানেলে গিয়ে যেকোনো সময় দেখে নিতে পারবেন।

পাঠাও সবসময় চেষ্টা করে আপনার ব্যবসাকে সহজ, লাভজনক এবং স্মার্ট করে তুলতে। মার্চেন্ট লয়্যালটি প্রোগ্রাম তারই একটি অংশ। প্রতি মাসে অর্ডার সংখ্যা বাড়িয়ে আপনি পৌঁছাতে পারেন সিলভার, গোল্ড কিংবা ডায়মন্ড ক্যাটাগরিতে আর উপভোগ করতে পারেন প্রতি ডেলিভারিতে ডিসকাউন্ট।