API মার্চেন্টরা এখন অর্ডার ক্রিয়েট করতে পারবেন আরো সহজে
- পাঠাও কুরিয়ার
- জুলাই 23, 2025

API মার্চেন্টদের জন্য সুখবর! অর্ডার ক্রিয়েট করতে আর আলাদাভাবে সিটি এবং জোন ম্যানুয়ালি ইনপুট করতে হবে না। এখন শুধু আপনার পুরো ঠিকানাটি দিলেই পাঠাও কুরিয়ার নিজে থেকেই সঠিক ডেলিভারি এলাকা নির্ধারণ করে দিবে।
যেভাবে করবেন:
- সঠিকভাবে ডেলিভারি এলাকা নির্ধারণের জন্য কাস্টমারের সম্পূর্ণ ঠিকানায় রাস্তার নাম, থানা/উপজেলা/এলাকার নাম ও জেলা অন্তর্ভুক্ত আছে কি না তা নিশ্চিত করুন।
- Payload থেকে নিচের ফিল্ডগুলো সরিয়ে API Payload আপডেট করুন recipient_city”: {{city_id}}, “recipient_zone”: {{zone_id}}, “recipient_area”: {{area_id}},
সম্পূর্ণ Curl-টি দেখুন:
–location ‘{{base_url}}/aladdin/api/v1/orders’ \
–header ‘Content-Type: application/json’ \
–header ‘Authorization: Bearer {{access_token}}’ \
–data ‘{
“store_id”: {{merchant_store_id}},
“merchant_order_id”: “{{merchant_order_id}}”,
“recipient_name”: “Demo Recipient”,
“recipient_phone”: “017XXXXXXXX”,
“recipient_address”: “Uttara , Sector -24, Dhaka”,
“delivery_type”: 48,
“item_type”: 2,
“special_instruction”: “Need to Delivery before 5 PM”,
“item_quantity”: 1,
“item_weight”: “0.5”,
“item_description”: “this is a Cloth item, price- 3000”,
“amount_to_collect”: 900
}’
উপরোক্ত Curl অনুসরণ করুন এবং পুরনো Payload থেকে থেকে নিচের তিনটি ফিল্ড বাদ দিনঃ
“recipient_city”: {{city_id}},
“recipient_zone”: {{zone_id}},
“recipient_area”: {{area_id}},
এই ফিল্ডগুলো ভবিষ্যতে অর্ডার তৈরির সময় আর দিতে হবে না, কারণ পাঠাও কাস্টমারের ঠিকানা থেকে অর্ডারের ডিটেইলস অটোমেটিক্যালি নিয়ে নেবে।
বিশেষ দ্রষ্টব্য: আপনার Payload থেকে উক্ত ফিল্ডগুলো বাদ দেয়া না হলে আপনার পাঠাও কুরিয়ার এর ম্যাপিং হিসেবে City, Zone & Area তথ্য ছাড়া অর্ডার ক্রিয়েট করা যাবেনা।