পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও কেন দেশের সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম?

আপনার সেফটি-ই পাঠাও এর প্রথম অগ্রাধিকার। আপনার যাত্রা আরো বেশি নিরাপদ করে তুলতে পাঠাও প্রতিনিয়ত কাজ করে চলেছে। এখন পর্যন্ত পাঠাও-এর নেয়া সেফটি উদ্যোগ গুলো হলোঃ

 

১। সেফটি কভারেজ কভারেজ – পাঠাও ইউজার, রাইডার এবং ক্যাপ্টেন সকলেই এখন থেকে ফ্রি পাঠাও  সেফটি কভারেজ কভারেজের আওতায়। ইউজার এবং রাইডারদের সর্বোচ্চ সুবিধা প্রদান করার জন্য পুরো সেফটি কভারেজ কভারেজকে সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট ৪টি ভাগে ভাগ করা হয়েছেঃ  

 

  • দুর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট
  • দুর্ঘটনায় আহত হয়ে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়া
  • দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া
  • ন্যাচারাল ডেথ

২। র‍্যাপিড রেসপন্স টিম – যেকোনো রকম ইমারজেন্সি ঘটনা যেমন এক্সিডেন্ট কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তৎক্ষণাৎ সাহায্যের জন্য আছে র‍্যাপিড রেসপন্স টিম।

 

৩। বাধ্যতামূলক হেলমেট বহন – বাইক রাইড শেষে ইউজারকে হেলমেট প্রদান করা হয়েছে কিনা তা জানতে চেয়ে অপশন প্রদান করা হয়। রাইডার এবং ইউজার উভয়ের জন্যই হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোন রাইডার ইউজারকে হেলমেট প্রদান না করে থাকে তবে রাইড শেষে অ্যাপের মাধ্যমে কমপ্লেইন জানালেই রাইডারের বিরুদ্ধে সাথে সাথেই যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

 

৪। শেয়ার স্ট্যাটাস – আপনার যাত্রা আরো বেশি নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে আছে লাইভ স্ট্যাটাস শেয়ারিং অপশন। লাইভ স্ট্যাটাস শেয়ারিং এর মাধ্যমে আপনার লোকেশন আপনি জানাতে পারবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তাই আপনি পাঠাও কার কিংবা পাঠাও বাইকে ভ্রমণের সময় আপনার লোকেশন শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানিয়ে দিন আপনার একজ্যাক্ট লোকেশন।

৫। রেটিং সিস্টেম – আমাদের অ্যাপের রেটিং সিস্টেমকে আমরা খুব গুরুত্বের সাথে মনিটর করে থাকি। টু-ওয়ে রেটিং সিস্টেমে, রাইডার এবং ইউজার দুজন-ই দুজনকে রেটিং করতে পারে। সেফটি নিশ্চিত করার জন্য যেসকল রাইডারদের লো- রেটিং থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি লো- রেটিং থাকা ইউজারদের সাথেও কনসাল্ট করা হয়ে থাকে।

Download Pathao App Now!